কলকাতা,5 মে : এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়। মাঝখান থেকে কেন্দ্র-রাজ্য ছদ্ম লড়াইয়ে মানুষ দিশেহারা। কোরোনার হানায় আক্রান্ত মানুষদের নিয়ে ছিনিমিনি খেলছে দুটো সরকারই। আজ কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছেন।
কেন্দ্রীয় সমীক্ষক দল এই রাজ্যে এসেছিলেন কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। যাবার সময় অনেক অভিযোগ করে গিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন," এই রাজ্যে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গিয়েছিল কেন্দ্রীয় সমীক্ষক দল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার নিজেরাই আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছেন। তাহলে কি সেদিন, রাজ্য সরকার ঠিক ছিল। আর কেন্দ্রীয় সরকার ভুল বলেছে ধরে নেওয়া যায়? কোরোনা নিয়ে ছেলে খেলা করছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনও চিন্তা ভাবনা নেই। উভয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যস্ত। অবিলম্বে অপদার্থ সরকারের পদত্যাগ করা উচিত।"
সোমেন মিত্রের অভিযোগ, দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। কোরোনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অথচ রাজ্য এবং কেন্দ্র পরস্পর বিরোধী তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।সরকারের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনেছে কংগ্রেস নেতৃত্ব।