কলকাতা, 11 অগস্ট: এবার বুস্টার ডোজ (Booster Dose) হিসাবে কেন্দ্র সরকার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হল কর্বেভ্যাক্স টিকাকে (Central approves Corbevax vaccine as booster dose) । এ বিষয়ে রাজ্যগুলিকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব । রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কর্বেভ্যাক্স ভ্যাকসিনটি এখন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যেতে পারে ।
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাসের মধ্যে কর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র মিলেছে ৷ কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাক্সিন (Covaxin) নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কর্বেভ্যাক্স । যাদের বয়স 18 বছর বা তার বেশি এবং কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৷ সেই টিকা নেওয়ার 6 মাস পর সতর্কতামূলক ডোজ হিসাবে কর্বেভ্যাক্স নেওয়া যেতে পারে ।
আরও পড়ুন: বুস্টার ডোজেও জো বাইডেনের কোভিড, করোনার ভ্যাকসিনকে ব্যর্থ বললেন রামদেব
রাজ্যগুলিকে এই বিষয়ে টিকাকেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের জানাতে বলেছে কেন্দ্র । তবে যারা স্পুটনিক ভি নিয়েছেন, তাদের ক্ষেত্রে কী হবে এই নিয়েই উঠছে প্রশ্ন। তারা বুস্টার ডোজ হিসাবে কোন ভ্যাকসিন নেবে সেই নিয়ে এখনও ধোঁয়াশা। পাশাপাশি যাঁরা স্পুটনিক লাইট নিয়েছিলেন, তাঁদের বুস্টার ডোজে কোন ভ্যাকসিন দরকার হবে, তা এখনও প্রশ্নের মুখে ৷