কলকাতা, 7 জুন : বগটুই গণহত্যার তদন্ত প্রায় শেষের পথে । দু'সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট পেশ করা হবে বলে কলকাতা হাইকোর্টে জানাল সিবিআই (CBI to submit chargesheet soon in Bagtui Massacre case at High Court) ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সওয়ালকারী আইনজীবী বিল্বদল ভট্টাচার্য একথা আদালতে জানিয়েছেন ।
বগটুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুন ও তার পরবর্তীতে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে 10 জনকে (প্রথমে 8, পরে 2) পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । 13 জুন ফের মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে ।
উল্লেখ্য, 21 মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম । উপপ্রধানের মৃত্যুর কয়েকঘণ্টার ব্যবধানে রাত থেকেই গ্রামে তাঁর অনুগামীদের তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে ৷ ওই রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ সরকারের তরফে জানানো হয়, ঘটনায় পুড়ে 8 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেন ৷ পরে সিট বাতিল করে বগটুই গণহত্যা-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু হয় (CBI on Bagtui Massacre Case)৷