ETV Bharat / city

Coal Smuggling Case : বিনয় মিশ্রকে দেশে ফেরাতে এবার একাধিক পদক্ষেপ সিবিআইয়ের - কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র

শেষ রক্ষাকবচ দেওয়া হয়েছে বিনয় মিশ্রকে, যার সময়সীমা রয়েছে 20 জুন পর্যন্ত । তার মধ্যেই তাঁকে দেশে ফেরাতে একাধিক প্রক্রিয়া শুরু করল সিবিআই (CBI to take multiple legal procedures against Binay Mishra) ।

Coal Smuggling Case Update
বিনয় মিশ্রকে দেশে ফেরাতে এবার একাধিক আইনি প্রক্রিয়া অবলম্বন সিবিআইয়ের
author img

By

Published : May 3, 2022, 7:25 AM IST

কলকাতা, 3 মে : কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত, বর্তমানে পলাতক বিনয় মিশ্রের খোঁজ পেতে মরিয়া সিবিআই । ইতিমধ্যেই 20 জুনের মধ্যে আসানসোল বিশেষ আদালতে এসে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে বিনয় মিশ্রকে (Asansol special court orders Binay Mishra to surrender) ৷ এর অন্যথা হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে তদন্তকারী সংস্থা ।

অন্যদিকে, শুধু আদালতের নির্দেশই নয় । বিনয় মিশ্রকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্তকে খোঁজার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই । কিন্তু তার কোনও খোঁজ পাওয়া যায়নি । পরবর্তীকালে জানা যায়, দেশ ছেড়ে কয়লাপাচার কাণ্ডের লিঙ্কম্যান ভানুয়াতু দ্বীপপুঞ্জের নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই রয়েছেন । ফলে যে করেই হোক, বিনয় মিশ্রকে ভারতে ফেরাতে হবে । তার জন্যই এবার ভানুয়াতু দ্বীপপুঞ্জের প্রশাসনের সঙ্গে কথা বলার পরিকল্পনা শুরু করেছে সিবিআই ।

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে । বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়াও জারি করেছে সিবিআই । রবিবার এই নিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । এবার ভানুয়াতুর প্রশাসনের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হবে । জানানো হবে, তাদের রাষ্ট্রে যে ব্যক্তি বসবাস করছে, তিনি আদতে এদেশের কয়লাপাচার কাণ্ডের অন্যতম চক্রী ।

আরও পড়ুন : আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ বিনয় মিশ্রকে

জানা গিয়েছে, ভানুয়াতুর যে অঞ্চলে বিনয় মিশ্র রয়েছেন সেই এলাকাটি বৃষ্টিপ্রবণ । প্রায় 3 লক্ষের কাছাকাছি নাগরিকের বাস । মোট 84টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু দ্বীপপুঞ্জ, সলেমন দ্বীপপুঞ্জের দক্ষিণে এবং নিউ ক্যালেডোনিয়ার উত্তর দিকে অবস্থিত ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই । কয়লা এবং গরুপাচার কাণ্ডের টাকা দাদা বিনয় মিশ্রের মাধ্যমে হাতবদল হয়ে বিকাশ মিশ্রের কাছে পৌঁছাত ৷ বিকাশ মিশ্র সেই টাকা একাধিক প্রভাবশালীদের অ্যাকাউন্টে পৌছে দিতেন বলে সিবিআইয়ের অভিযোগ ।

কলকাতা, 3 মে : কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত, বর্তমানে পলাতক বিনয় মিশ্রের খোঁজ পেতে মরিয়া সিবিআই । ইতিমধ্যেই 20 জুনের মধ্যে আসানসোল বিশেষ আদালতে এসে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে বিনয় মিশ্রকে (Asansol special court orders Binay Mishra to surrender) ৷ এর অন্যথা হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে তদন্তকারী সংস্থা ।

অন্যদিকে, শুধু আদালতের নির্দেশই নয় । বিনয় মিশ্রকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্তকে খোঁজার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই । কিন্তু তার কোনও খোঁজ পাওয়া যায়নি । পরবর্তীকালে জানা যায়, দেশ ছেড়ে কয়লাপাচার কাণ্ডের লিঙ্কম্যান ভানুয়াতু দ্বীপপুঞ্জের নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই রয়েছেন । ফলে যে করেই হোক, বিনয় মিশ্রকে ভারতে ফেরাতে হবে । তার জন্যই এবার ভানুয়াতু দ্বীপপুঞ্জের প্রশাসনের সঙ্গে কথা বলার পরিকল্পনা শুরু করেছে সিবিআই ।

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে । বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়াও জারি করেছে সিবিআই । রবিবার এই নিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । এবার ভানুয়াতুর প্রশাসনের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হবে । জানানো হবে, তাদের রাষ্ট্রে যে ব্যক্তি বসবাস করছে, তিনি আদতে এদেশের কয়লাপাচার কাণ্ডের অন্যতম চক্রী ।

আরও পড়ুন : আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ বিনয় মিশ্রকে

জানা গিয়েছে, ভানুয়াতুর যে অঞ্চলে বিনয় মিশ্র রয়েছেন সেই এলাকাটি বৃষ্টিপ্রবণ । প্রায় 3 লক্ষের কাছাকাছি নাগরিকের বাস । মোট 84টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু দ্বীপপুঞ্জ, সলেমন দ্বীপপুঞ্জের দক্ষিণে এবং নিউ ক্যালেডোনিয়ার উত্তর দিকে অবস্থিত ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই । কয়লা এবং গরুপাচার কাণ্ডের টাকা দাদা বিনয় মিশ্রের মাধ্যমে হাতবদল হয়ে বিকাশ মিশ্রের কাছে পৌঁছাত ৷ বিকাশ মিশ্র সেই টাকা একাধিক প্রভাবশালীদের অ্যাকাউন্টে পৌছে দিতেন বলে সিবিআইয়ের অভিযোগ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.