ETV Bharat / city

CBI summons Anubrata: গরু পাচার কাণ্ডে সোমে ফের নিজাম প্যালেসে তলব অনুব্রতকে - অনুব্রত মণ্ডল

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সোমবার ফের তলব করা হল অনুব্রত মণ্ডলকে (CBI summons Anubrata)৷ নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷

CBI summons Anubrata Mandal on Monday in Cattle Smuggling Case
গরু পাচার কাণ্ডে সোমে ফের নিজাম প্যালেসে তলব অনুব্রতকে
author img

By

Published : Aug 5, 2022, 2:59 PM IST

কলকাতা, 5 অগস্ট: গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ফের বীরভূমেক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করা হল । আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে তাঁকে তলব করেছে সিবিআই (CBI summons Anubrata)।

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে বীরভূম জেলায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তাঁদের আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশও পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফে তাঁর আয়-ব্যয়ের হিসেব এবং হার্ডডিস্ক কম্পিউটার-সহ বিভিন্ন ব্যবসার নথিপত্র সিবিআই অফিসারদের হস্তান্তর করা হয়েছিল ।

আধিকারিকরা জানাচ্ছেন, অনুব্রত মণ্ডলের যে সব নথিপত্র তাঁদের হাতে এসেছে, সেগুলি মিলিয়ে দেখার পর এখনও পর্যন্ত বেশকিছু হিসেব পরিষ্কার নয় সিবিআই-এর কাছে । অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল করিম খানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই-এর আধিকারিকরা ৷ ফলে গরু পাচার কাণ্ডে ফের একবার অনুব্রত মণ্ডলকে আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ।

আরও পড়ুন: যাবেন বলেও শেষমেশ 21 জুলাইয়ের সভায় অনুপস্থিত 'কেষ্ট' , তুঙ্গে জল্পনা

অনুব্রত মণ্ডলের আয়ের উৎস সম্পর্কে গোয়েন্দাদের ধারণা এখনও পরিষ্কার নয় । অনুব্রত মণ্ডলের একাধিক ব্যবসা রয়েছে ৷ যেই ব্যবসাগুলি তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা দেখাশোনা করেন ৷ পাশাপাশি তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা ৷ ফলে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ ফলে আগামী সোমবার ফের তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 5 অগস্ট: গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ফের বীরভূমেক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করা হল । আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে তাঁকে তলব করেছে সিবিআই (CBI summons Anubrata)।

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে বীরভূম জেলায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তাঁদের আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশও পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফে তাঁর আয়-ব্যয়ের হিসেব এবং হার্ডডিস্ক কম্পিউটার-সহ বিভিন্ন ব্যবসার নথিপত্র সিবিআই অফিসারদের হস্তান্তর করা হয়েছিল ।

আধিকারিকরা জানাচ্ছেন, অনুব্রত মণ্ডলের যে সব নথিপত্র তাঁদের হাতে এসেছে, সেগুলি মিলিয়ে দেখার পর এখনও পর্যন্ত বেশকিছু হিসেব পরিষ্কার নয় সিবিআই-এর কাছে । অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল করিম খানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই-এর আধিকারিকরা ৷ ফলে গরু পাচার কাণ্ডে ফের একবার অনুব্রত মণ্ডলকে আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ।

আরও পড়ুন: যাবেন বলেও শেষমেশ 21 জুলাইয়ের সভায় অনুপস্থিত 'কেষ্ট' , তুঙ্গে জল্পনা

অনুব্রত মণ্ডলের আয়ের উৎস সম্পর্কে গোয়েন্দাদের ধারণা এখনও পরিষ্কার নয় । অনুব্রত মণ্ডলের একাধিক ব্যবসা রয়েছে ৷ যেই ব্যবসাগুলি তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা দেখাশোনা করেন ৷ পাশাপাশি তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা ৷ ফলে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ ফলে আগামী সোমবার ফের তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.