কলকাতা, 19 জুলাই: কয়লা পাচার কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (Coal Scam Case)। প্রথমেই নাম রয়েছে কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার ৷ এছাড়াও রয়েছে 40 জনের নাম । নাম রয়েছে বিনয় মিশ্রের, যিনি বর্তমানে একটি দ্বীপপুঞ্জের নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছেন । চার্জশিটে নাম আছে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, গুরুপদ মাঝি-সহ আরও অনেকের ৷ পাশাপাশি নাম রয়েছে ইসিএল-এর বর্তমান এবং প্রাক্তন আট কর্তারও । এই 8 কর্তাকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । এ ছাড়াও চার্জশিটে রয়েছে 12টি মাইনিং সংস্থার নাম (CBI submits first charge sheet)।
আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জশিট আজ জমা পড়েছে বলে নিজাম প্যালেস সুত্রের খবর (CBI news)। কীভাবে কয়লা মাফিয়ারা এই কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকত এবং কীভাবে পাচার প্রক্রিয়া চলত তা বিশদে জানানো হয়েছে । পাশাপাশি ইতিমধ্যে ইসিএল-এর ধৃত আট কর্তা কীভাবে নিয়মিত কয়লা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রাখত এবং কীভাবে টাকা-পয়সার আদান-প্রদান হত, এই সব বিষয় চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর ।
আরও পড়ুন: কয়লাকান্ডে বিনয় মিশ্র-সহ চারজনের নামে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি
কয়লা পাচার কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে সব নথিপত্র সিবিআই-এর গোয়েন্দারা হাতে পেয়েছেন এবং যে সব তথ্যপ্রমাণ তাঁরা একত্রিত করেছেন, সেই সব কিছু সংশ্লিষ্ট চার্জশিটে উল্লেখ করা হয়েছে । এ ছাড়াও কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালা থেকে শুরু করে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, সেগুলি বয়ান আকারে রেকর্ড করে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে ৷