কলকাতা, 8 অগস্ট: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গেল হোসেনের (Saigal Hossain) বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই (CBI submits charge sheet) । জানা গিয়েছে, এই চার্জশিটে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) প্রাক্তন দেহরক্ষী এবং তাঁর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 4 কোটি 1 লক্ষ টাকা ৷ সায়গেল ছাড়াও চার্জশিটে রয়েছে বিকাশ মিশ্র এবং এনামুল হকের আত্মীয় আব্দুল লতিফের নাম ।
জানা গিয়েছে, 2014 সালের পর তাঁদের প্রত্যেকের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় । সায়গেল হোসেনকে আজকে নিয়ে মোট 60 দিন হল সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে । সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে তদন্তে (Cattle Smuggling Case) নেমে সব মিলে এখনও পর্যন্ত 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন গোয়েন্দারা ।
আদালতের নির্দেশ অনুযায়ী আজই বিকেল পাঁচটার মধ্যে আসানসোলের বিশেষ আদালতে সিবিআই-এর তরফে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গেল হোসেনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার কথা ছিল । সেই মতোই এদিন সকালবেলা আসানসোলের বিশেষ আদালতে সায়গেল হোসেনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট প্রদান করে সিবিআই ৷ তাতেই নাম রয়েছে ব্যবসায়ী আব্দুল লতিফ ও গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই-এর হেফাজতে থাকা এনামুল হক এবং বিকাশ মিশ্রের নাম ।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের এই প্রাক্তন দেহরক্ষী বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও যুক্ত ছিল ৷ এমনকী নিউটাউনে তাঁর একটি অভিজাত আবাসন রয়েছে ৷ সেই আবাসনে যিনি পরিচারিকার কাজ করেন তাঁর নামেও প্রচুর সম্পত্তি কেনা রয়েছে । ফলে সিবিআই মনে করছে, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট তৃণমূল নেতার ছায়াসঙ্গী হওয়ার জন্যই সায়গেল হোসেনের এত প্রভাব প্রতিপত্তি ।
আরও পড়ুন: আজ বিকেল 5 টার মধ্যে সায়গলের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে সিবিআই ?
জানা গিয়েছে, সায়গল হোসেন শুধু নিজের সম্পত্তি নয়, প্রভাব খাটিয়ে তাঁর মামার বাড়ির সম্পত্তিও বাড়িয়েছেন । সিবিআই গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন, তাঁর মামার বাড়ির নামে একাধিক ডাম্পার, পেট্রোল পাম্প-সহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য রয়েছে সায়গলের, যা 2014 সালের পর উল্কার গতিতে বৃদ্ধি পেয়েছে ৷