ETV Bharat / city

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশের গাফিলতি কতটা, তদন্ত শুরু সিবিআইয়ের - CBI

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার সব থেকে বেশি শিকার হয়েছেন হয়েছে তিনটি জেলার মানুষ । আর সেখানে গিয়ে আক্রান্তদের সঙ্গে প্রথমে কথা বলবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ আপাতত চারটি দলে বিভক্ত হয়ে তদন্তের কাজ শুরু হয়েছে ৷

cbi started investigation on police negligence of post poll violence
ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশের গাফিলতির কতটা ছিল, তদন্ত শুরু সিবিআই-এর
author img

By

Published : Aug 24, 2021, 5:24 PM IST

কলকাতা, 24 অগস্ট : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ছকে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের (CBI) তদন্তকারী টিম । জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার সব থেকে বেশি শিকার হয়েছেন হয়েছে তিনটি জেলার মানুষ । আর সেখানে গিয়ে আক্রান্তদের সঙ্গে প্রথমে কথা বলবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ আপাতত চারটি দলে বিভক্ত হয়ে তদন্তের কাজ শুরু হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসায় খুন (Murder) ও ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে ৷ সেই সব ক্ষেত্রে আক্রান্তদের সঙ্গে কথা বলে ‘মোডাস অপারেন্ডি’ জানার চেষ্টা করা হবে । তার ভিত্তিতেই তৈরি হবে প্রাথমিক রিপোর্ট । মূলত, সিবিআই প্রথমেই যে বিষয়টা ভাল করে খতিয়ে দেখবে, তা হল ভোট পরবর্তী হিংসা রুখতে কতটা তৎপর ছিল রাজ্য ও কলকাতা পুলিশ ৷ তাই এই বিষয়টি খতিয়ে দেখা থেকেই তদন্ত শুরু করেছে তারা ৷

আরও পড়ুন : Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত শুরু সিবিআইয়ের, মৃত বিজেপি সমর্থকের ভাইকে জিজ্ঞাসাবাদ

জানা গিয়েছে যে যাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের অভিযোগগুলি কতটা তৎপরতার সঙ্গে তদন্ত করে দেখেছে স্থানীয় থানা, তা খতিয়ে দেখবে সিবিআই । পাশাপাশি অভিযোগপত্রে অভিযোগের বয়ান অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির (IPC) কোন কোন ধারা যোগ করেছিল পুলিশ, তাও খতিয়ে দেখবেন সিবিআই অফিসাররা ।

সিবিআই সূত্র অনুযায়ী, এই নিয়ে এখন সাক্ষী জোগাড় করা হচ্ছে । সেই সব সাক্ষীর সঙ্গে ভাল করে কথা বলে, আইনসম্মত ভাবে তাঁদের বয়ান রেকর্ড করার পদ্ধতি অবলম্বন করবেন তদন্তকারীরা । সাক্ষীদের একাংশ শাসকদলের এক প্রভাবশালী নেতা-সহ বেশ কয়েকজন অভিযুক্তের নাম জানিয়েছে সিবিআই গোয়েন্দাদের কাছে । বেলেঘাটার অভিজিৎ সরকারকে পিটিয়ে মারার কয়েকটি ফুটেজও গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছেন তাঁর ভাই বিশ্বজিৎ সরকার ।

আরও পড়ুন : Duare Sarkar camp : দুয়ারে সরকার ক্যাম্পে রাজনীতিকদের অনুপ্রবেশে ক্ষুব্ধ মুখ্যসচিব

পাশাপাশি প্রভাবশালীদের প্রভাবে জেলা, মহকুমা এবং থানাস্তরের কোন কোন পুলিশ আধিকারিক পদক্ষেপ করতে গাফিলতি করেছিলেন, তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা । এখানে বলে রাখা ভাল যে, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে পুলিশের গাফিলতির কথা একাধিকবার উল্লেখ করা হয়েছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জেলা ঘুরে আক্রান্তদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করবেন তদন্তকারীরা । সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে । ভোট পরবর্তী বাংলায় যতগুলি হিংসার অভিযোগ হয়েছে, রাজ্য পুলিশের কাছে ইতিমধ্যেই এফআইআর কপি ও কেস ডিটেলস চাওয়া হয়েছে । কিন্তু সেই রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি । ফলে সেই রিপোর্টের ভরসায় না থেকে সিবিআই নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় ঘুরে আক্রান্তদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবেন বলে খবর ।

আরও পড়ুন : Post Poll Violence : হাইকোর্টের রায়ের সঙ্গে বাংলার জনজীবনের সম্পর্ক নেই, ভোট পরবর্তী হিংসা নিয়ে মত তৃণমূলের

তাছাড়া সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে এই মামলার তদন্তে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । জানা গিয়েছে, এত দিন সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি । তদন্ত করছিলেন নারদ, সারদা, কয়লা, গরু পাচার কাণ্ডে । এবার তিনিও রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে যুক্ত হলেন ।

কলকাতা, 24 অগস্ট : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ছকে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের (CBI) তদন্তকারী টিম । জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার সব থেকে বেশি শিকার হয়েছেন হয়েছে তিনটি জেলার মানুষ । আর সেখানে গিয়ে আক্রান্তদের সঙ্গে প্রথমে কথা বলবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ আপাতত চারটি দলে বিভক্ত হয়ে তদন্তের কাজ শুরু হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসায় খুন (Murder) ও ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে ৷ সেই সব ক্ষেত্রে আক্রান্তদের সঙ্গে কথা বলে ‘মোডাস অপারেন্ডি’ জানার চেষ্টা করা হবে । তার ভিত্তিতেই তৈরি হবে প্রাথমিক রিপোর্ট । মূলত, সিবিআই প্রথমেই যে বিষয়টা ভাল করে খতিয়ে দেখবে, তা হল ভোট পরবর্তী হিংসা রুখতে কতটা তৎপর ছিল রাজ্য ও কলকাতা পুলিশ ৷ তাই এই বিষয়টি খতিয়ে দেখা থেকেই তদন্ত শুরু করেছে তারা ৷

আরও পড়ুন : Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত শুরু সিবিআইয়ের, মৃত বিজেপি সমর্থকের ভাইকে জিজ্ঞাসাবাদ

জানা গিয়েছে যে যাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের অভিযোগগুলি কতটা তৎপরতার সঙ্গে তদন্ত করে দেখেছে স্থানীয় থানা, তা খতিয়ে দেখবে সিবিআই । পাশাপাশি অভিযোগপত্রে অভিযোগের বয়ান অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির (IPC) কোন কোন ধারা যোগ করেছিল পুলিশ, তাও খতিয়ে দেখবেন সিবিআই অফিসাররা ।

সিবিআই সূত্র অনুযায়ী, এই নিয়ে এখন সাক্ষী জোগাড় করা হচ্ছে । সেই সব সাক্ষীর সঙ্গে ভাল করে কথা বলে, আইনসম্মত ভাবে তাঁদের বয়ান রেকর্ড করার পদ্ধতি অবলম্বন করবেন তদন্তকারীরা । সাক্ষীদের একাংশ শাসকদলের এক প্রভাবশালী নেতা-সহ বেশ কয়েকজন অভিযুক্তের নাম জানিয়েছে সিবিআই গোয়েন্দাদের কাছে । বেলেঘাটার অভিজিৎ সরকারকে পিটিয়ে মারার কয়েকটি ফুটেজও গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছেন তাঁর ভাই বিশ্বজিৎ সরকার ।

আরও পড়ুন : Duare Sarkar camp : দুয়ারে সরকার ক্যাম্পে রাজনীতিকদের অনুপ্রবেশে ক্ষুব্ধ মুখ্যসচিব

পাশাপাশি প্রভাবশালীদের প্রভাবে জেলা, মহকুমা এবং থানাস্তরের কোন কোন পুলিশ আধিকারিক পদক্ষেপ করতে গাফিলতি করেছিলেন, তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা । এখানে বলে রাখা ভাল যে, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে পুলিশের গাফিলতির কথা একাধিকবার উল্লেখ করা হয়েছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জেলা ঘুরে আক্রান্তদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করবেন তদন্তকারীরা । সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে । ভোট পরবর্তী বাংলায় যতগুলি হিংসার অভিযোগ হয়েছে, রাজ্য পুলিশের কাছে ইতিমধ্যেই এফআইআর কপি ও কেস ডিটেলস চাওয়া হয়েছে । কিন্তু সেই রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি । ফলে সেই রিপোর্টের ভরসায় না থেকে সিবিআই নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় ঘুরে আক্রান্তদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবেন বলে খবর ।

আরও পড়ুন : Post Poll Violence : হাইকোর্টের রায়ের সঙ্গে বাংলার জনজীবনের সম্পর্ক নেই, ভোট পরবর্তী হিংসা নিয়ে মত তৃণমূলের

তাছাড়া সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে এই মামলার তদন্তে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । জানা গিয়েছে, এত দিন সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি । তদন্ত করছিলেন নারদ, সারদা, কয়লা, গরু পাচার কাণ্ডে । এবার তিনিও রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে যুক্ত হলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.