কলকাতা, 7 জুলাই : প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান (CBI raid at Bengal Board Of Primary Education Former Chairman House) । প্রাথমিক টেট দুর্নীতি কাণ্ডে (Primary TET Scam) শহরের বিভিন্ন জায়গায় একই সঙ্গে সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে নিজাম প্যালেস সূত্রের খবর । মানিক ভট্টাচার্যের বাড়ি ছাড়াও রত্না চক্রবর্তী বাগচীর বাড়ি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের গোয়েন্দারা ।
প্রথমে সিবিআইয়ের আধিকারিকরা বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ মানিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালান । সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে খবর ৷ একই সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন তাঁরা । কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিয়ে এই তল্লাশি অভিযানে নামে সিবিআইয়ের দল ।
পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্স থেকে একটি সিবিআইয়ের দল সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) অফিসেও যান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে বলে জানা গিয়েছে ।
মানিক ভট্টাচার্য নদিয়ার পলাশিপাড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন । পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদেরও সভাপতি ছিলেন ৷ এর আগে হাইকোর্টের নির্দেশে মানিক ভট্টাচার্যকে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । তখন তাঁর বয়ানও রেকর্ড করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা । ফের একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন তদন্ত আধিকারিকরা ৷ সেই কারণেই আজ তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা হাজির হন, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ।
আরও পড়ুন : Primary Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগে মামলাকারীদের অতিরিক্ত 1 নম্বর দেওয়া নিয়ে বিতর্ক