ETV Bharat / city

সারদা মামলায় শোভনকে জিজ্ঞাসাবাদ CBI-র - শোভনকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সল্টলেকের CGO কম্পলেক্সের CBI দপ্তরে আসেন শোভনবাবু ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতা পৌরনিগমের মেয়র থাকাকালীন সুদীপ্ত সেনের সংস্থা সারদাকে বেশ কয়েকটি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন ।

সল্টলেকের CGO কমপ্লেক্সে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 25, 2019, 6:11 AM IST

Updated : Oct 25, 2019, 7:51 AM IST

বিধাননগর , 25 অক্টোবর : এবার সারদাকাণ্ডে CBI-র প্রশ্নের সামনে পড়তে হল শোভন চট্টোপাধ্যায়কে ৷ গতকাল BJP এই নেতা সল্টলেকের CGO কমপ্লেক্সে আসেন ৷ সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ CGO কমপ্লেক্সে প্রায় ঘণ্টাদেড়েক জিজ্ঞাসাবাদ করা হয় শোভনবাবুকে ৷

গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সল্টলেকের CGO কম্পলেক্সের CBI দপ্তরে আসেন শোভনবাবু ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতা পৌরনিগমের মেয়র থাকাকালীন সুদীপ্ত সেনের সংস্থা সারদাকে বেশ কয়েকটি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন । CBI সূত্রে খবর, কেন সেই লাইসেন্স দেওয়া হয়, কত টাকার বিনিময়ে দেওয়া হয় এবং লাইসেন্স প্রদানের জন্য তিনি কোনও সুবিধা পেয়েছিলেন কি না এই সংক্রান্তে প্রশ্ন জানতে চাওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

CBI সূত্রে জানা গেছে, কলকাতা পৌরনিগমের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন । অভিযোগে তিনি বলেছিলেন, সারদা-কর্তা সুদীপ্ত সেনকে তাঁর অধীনস্থ বেশ কয়েকটি সংস্থার জন্য মোট 43টি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন প্রকাশবাবু । সেই সম্পর্কে গতকাল শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা । তাঁরা খতিয়ে দেখছেন, কত টাকার বিনিময়ে এই লাইসেন্স দেওয়া হয়েছিল ৷ এবং লাইসেন্সের বিনিময় আদৌ কি কোন সুবিধা পেয়েছিলেন শোভনবাবু ? প্রয়োজনে শোভনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চাওয়া হতে পারে ।


এর আগে নারদকাণ্ডে অভিযুক্ত হিসেবে শোভনবাবুকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷ গতকাল সারদা মামলায় তাঁকে CBI জিজ্ঞাসাবাদ করার পর তিনি বলেন , "CBI আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল । তাই আমি এসেছি । সারদা, নারদ না রোজ়ভ্যালি আমি কোনও বিষয়ে কিছু জানি না। ওরা কিছু কথা জিজ্ঞেস করেছে। আমি সেগুলি ওদের বলেছি । তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা আমার কাজ । আমি সেটাই করেছি ৷ যা জানতে চেয়েছে, তার উত্তর দিয়েছি ৷"

কলকাতা পৌরনিগমের মেয়রের পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন শোভনবাবু । দক্ষিণ 24 পরগনায় সারদার সম্পত্তি ছিল । সেই সম্পত্তি তৈরি করতে তাঁর কোনও ভূমিকা ছিল কি না সেগুলো খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

বিধাননগর , 25 অক্টোবর : এবার সারদাকাণ্ডে CBI-র প্রশ্নের সামনে পড়তে হল শোভন চট্টোপাধ্যায়কে ৷ গতকাল BJP এই নেতা সল্টলেকের CGO কমপ্লেক্সে আসেন ৷ সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ CGO কমপ্লেক্সে প্রায় ঘণ্টাদেড়েক জিজ্ঞাসাবাদ করা হয় শোভনবাবুকে ৷

গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সল্টলেকের CGO কম্পলেক্সের CBI দপ্তরে আসেন শোভনবাবু ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতা পৌরনিগমের মেয়র থাকাকালীন সুদীপ্ত সেনের সংস্থা সারদাকে বেশ কয়েকটি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন । CBI সূত্রে খবর, কেন সেই লাইসেন্স দেওয়া হয়, কত টাকার বিনিময়ে দেওয়া হয় এবং লাইসেন্স প্রদানের জন্য তিনি কোনও সুবিধা পেয়েছিলেন কি না এই সংক্রান্তে প্রশ্ন জানতে চাওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

CBI সূত্রে জানা গেছে, কলকাতা পৌরনিগমের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন । অভিযোগে তিনি বলেছিলেন, সারদা-কর্তা সুদীপ্ত সেনকে তাঁর অধীনস্থ বেশ কয়েকটি সংস্থার জন্য মোট 43টি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন প্রকাশবাবু । সেই সম্পর্কে গতকাল শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা । তাঁরা খতিয়ে দেখছেন, কত টাকার বিনিময়ে এই লাইসেন্স দেওয়া হয়েছিল ৷ এবং লাইসেন্সের বিনিময় আদৌ কি কোন সুবিধা পেয়েছিলেন শোভনবাবু ? প্রয়োজনে শোভনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চাওয়া হতে পারে ।


এর আগে নারদকাণ্ডে অভিযুক্ত হিসেবে শোভনবাবুকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷ গতকাল সারদা মামলায় তাঁকে CBI জিজ্ঞাসাবাদ করার পর তিনি বলেন , "CBI আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল । তাই আমি এসেছি । সারদা, নারদ না রোজ়ভ্যালি আমি কোনও বিষয়ে কিছু জানি না। ওরা কিছু কথা জিজ্ঞেস করেছে। আমি সেগুলি ওদের বলেছি । তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা আমার কাজ । আমি সেটাই করেছি ৷ যা জানতে চেয়েছে, তার উত্তর দিয়েছি ৷"

কলকাতা পৌরনিগমের মেয়রের পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন শোভনবাবু । দক্ষিণ 24 পরগনায় সারদার সম্পত্তি ছিল । সেই সম্পত্তি তৈরি করতে তাঁর কোনও ভূমিকা ছিল কি না সেগুলো খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

Intro:বিধাননগর, ২৪ অক্টোবর: নারদ কাণ্ডের খাড়া আগেই ঝুলছিল। এবার সারদা কান্ডে নাম জড়াল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। আজ সকাল ১১:৩০ নাগাদ শোভন চট্টোপাধ্যায় তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সল্টলেকে অবস্থিত সিজিও কম্প্লেক্সের সিবিআই দপ্তর হাজিরা দিতে আসেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মেয়র থাকাকালীন সুদীপ্ত সেনের সংস্থা সারদাকে বেশ কয়েকটি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন। কেন সেই লাইসেন্স দেওয়া হয়, কত টাকার বিনিময়ে দেওয়া হয় এবং লাইসেন্স প্রদানের জন্য তিনি কোনো সুবিধা পেয়েছিলেন কি না এই সংক্রান্তে প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।

সিবিআই সূত্রে জানা গেছে কলকাতা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগে তিনি বলেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেনকে তার অধীনস্থ বেশ কয়েকটি সংস্থার জন্য মোট 43 টি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ আত্মসাৎ করে ছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন প্রকাশ বাবু। সেই সম্পর্কে এদিন শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। তারা খতিয়ে দেখছেন কত টাকার বিনিময়ে এই লাইসেন্স দেওয়া হয়েছিল এবং লাইসেন্স এর বিনিময় আদৌ কি কোন সুবিধা পেয়েছিলেন শোভন বাবু। প্রয়োজনে শোভন বাবুর ব্যাংক একাউন্ট সংক্রান্ত নথি চাওয়া হতে পারে।
Body:প্রসঙ্গত নারদ কাণ্ডে আগে থেকেই তার মাথায় খাড়া ঝুলছিল সিবিআই এবং ইডির। এবার সারদা মামলায় তার নাম জড়ানোর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এদিন দুপুর ১:৩০ নাগাদ জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বাবু বলেন, "সিবিআই আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। তাই আমি এসেছি। সারদা, নারদ না রোজভ্যালি আমি কোন বিষয়ে কিছু জানি না। ওরা কিছু কথা জিজ্ঞেস করেছে। আমি সেগুলি ওদের বলেছি। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা আমার কাজ। আমি সেটাই করেছি"।

প্রসঙ্গত কলকাতা পুরসভার মেয়রের পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। দক্ষিণ 24 পরগনা সারদার সম্পত্তি ছিল। সেই সম্পত্তি তৈরি করতে তার কোন ভূমিকা ছিল কি না সেগুলো খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।Conclusion:
Last Updated : Oct 25, 2019, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.