কলকাতা, 7 অগাস্ট : রোজভ্যালি মামলার তদন্তে গতি আনতে তৎপর CBI । সম্প্রতি প্রাক্তন ED আধিকারিক মনোজ কুমার ও তাঁর এক সহকর্মীকে চিঠি দিয়ে তলব করেছিল CBI । সেই মতো আজ দুপুর 1 টা নাগাদ সল্টলেক CGO কমপ্লেক্সের CBI দপ্তরে হাজির হন ED-র প্রাক্তন আধিকারিক মনোজ কুমার ও তাঁর-সহ কর্মী ।
CBI সূত্রে খবর, রোজভ্যালি মামলায় ED কতদূর এগিয়েছিল একাধিক প্রশ্নের মাধ্যমে তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এইসঙ্গে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে কতবার তলব করেছিল ED, তাঁর কাছে কী কী জানতে চাওয়া হয়েছিল, তাও আজ প্রাক্তন ED আধিকারিকের কাছে জানতে চাওয়া হয় ৷
প্রথম থেকেই ED-র প্রাপ্ত যাবতীয় তথ্য নিজেদের হাতে আসুক চাইছে CBI ৷ এই সূত্রেও আজ একাধিক প্রশ্ন করা হয় রোজভ্যালি মামলার তদন্তকারী প্রাক্তন ED আধিকারিক মনোজ কুমার ও তাঁর সহকর্মীকে ৷