ETV Bharat / city

রোজভ্যালি, সারদা, নারদ মামলার তদন্তকারী CBI অফিসারদের হঠাৎ বদলি - সারদা

CBI-র মোট চারজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে কলকাতা থেকে । হঠাৎ এভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্তকারী অফিসারদের সরিয়ে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা ।

CBI
CBI অফিসার বদলি
author img

By

Published : Jan 15, 2020, 7:51 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : আচমকা বদলি করে দেওয়া হল সারদা এবং রোজভ্যালি মামলার তদন্তকারী CBI অফিসারদের । CBI সূত্রে এ খবর জানা গেছে । শোনা যাচ্ছে বদলি করা হয়েছে নারদ মামলার তদন্তকারী অফিসারকেও । কিন্তু কেন তাঁদের হঠাৎ বদলি করা হল, তা নিয়ে সরকারিভাবে CBI-র তরফে কিছু জানানো হয়নি ।

সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন । ওই মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে আইনি লড়াই থেকে শুরু করে সব কিছু এতদিন তিনিই দেখতেন । দুঁদে অফিসার হিসেবে পরিচিত তথাগতকে বদলি করা হয়েছে দিল্লিতে CBI-এর সদর দপ্তরে । রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষালকে বদলি করা হয়েছিল ভুবনেশ্বরে । তার জায়গায় ওই মামলার তদন্তভার দেওয়া হয় চোজম শেরপাকে । এবার চোজমকেও পাঠানো হল ভুবনেশ্বরে । সব মিলিয়ে CBI-র মোট চারজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে কলকাতা থেকে । হঠাৎ এভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্তকারী অফিসারদের সরিয়ে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা ।

CBI সূত্রে জানা গেছে, তদন্তের গতি বাড়িয়ে চলতি বছরের মধ্যেই ওই মামলাগুলির জাল গুটিয়ে ফেলতে তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা । তাই ওই মামলাগুলির জন্য নতুন চার অফিসারকে পাঠানো হবে কলকাতায় । রীতিমতো বাছাই করে দিল্লি থেকে চার অফিসারকে পাঠানোর বিষয়ে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে ।

কলকাতা, 15 জানুয়ারি : আচমকা বদলি করে দেওয়া হল সারদা এবং রোজভ্যালি মামলার তদন্তকারী CBI অফিসারদের । CBI সূত্রে এ খবর জানা গেছে । শোনা যাচ্ছে বদলি করা হয়েছে নারদ মামলার তদন্তকারী অফিসারকেও । কিন্তু কেন তাঁদের হঠাৎ বদলি করা হল, তা নিয়ে সরকারিভাবে CBI-র তরফে কিছু জানানো হয়নি ।

সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন । ওই মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে আইনি লড়াই থেকে শুরু করে সব কিছু এতদিন তিনিই দেখতেন । দুঁদে অফিসার হিসেবে পরিচিত তথাগতকে বদলি করা হয়েছে দিল্লিতে CBI-এর সদর দপ্তরে । রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষালকে বদলি করা হয়েছিল ভুবনেশ্বরে । তার জায়গায় ওই মামলার তদন্তভার দেওয়া হয় চোজম শেরপাকে । এবার চোজমকেও পাঠানো হল ভুবনেশ্বরে । সব মিলিয়ে CBI-র মোট চারজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে কলকাতা থেকে । হঠাৎ এভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্তকারী অফিসারদের সরিয়ে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা ।

CBI সূত্রে জানা গেছে, তদন্তের গতি বাড়িয়ে চলতি বছরের মধ্যেই ওই মামলাগুলির জাল গুটিয়ে ফেলতে তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা । তাই ওই মামলাগুলির জন্য নতুন চার অফিসারকে পাঠানো হবে কলকাতায় । রীতিমতো বাছাই করে দিল্লি থেকে চার অফিসারকে পাঠানোর বিষয়ে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে ।

Intro:কলকাতা, 15 জানুয়ারি: হঠাৎই বদলি করে দেওয়া হলো সিবিআই সাথে থাকা রাজ্যের দুটি হাইপ্রোফাইল মামলার তদন্তকারী অফিসারদের। সারদা এবং রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসারদের বদলি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। শোনা যাচ্ছে বদলি করা হয়েছে নারুদা মামলার তদন্তকারী অফিসার কেউ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন ওই তিন অফিসারকে সরানো হল, তা নিয়ে সরকারিভাবে সিবিআই তরফে কিছু জানানো হয়নি।



Body:শারদ মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন। রাজীব কুমারের ক্ষেত্রে আইনি লড়াই থেকে শুরু করে, স্বাগতম আমরা সব খুঁটিনাটি তিনি দেখতেন এতদিন। দুঁদে অফিসার হিসেবে পরিচিত তথাগতকে বদলি করা হয়েছে দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে। রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষালকে আগে বদলি করা হয়েছিল ভুবনেশ্বরে। তার জায়গায় ওই মামলার তদন্তভার দেওয়া হয় চোজম শেরপাকে। চোজমকেও পাঠানো হলো ভুবনেশ্বরে। মোট চারজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে কলকাতা থেকে। হঠাৎ এভাবে প্রায় সবকটি হাইপ্রোফাইল মামলার তদন্তকারী অফিসারদের সরিয়ে দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে সর্বত্র।


Conclusion:তবে কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই মামলাগুলোর আরো গতি বাড়াতে চাইছে সিবিআই। এই বছরের মধ্যে এই মামলাগুলোর জাল গুটিয়ে ফেলতে তৎপরতা দেখানোর নির্দেশ দিয়েছেন সিবিআই শীর্ষকর্তা। একাই নতুন চার অফিসারকে পাঠানো হবে কলকাতায়। রীতিমতো বাছাই করা চার অফিসারকে পাঠানোর কথাবার্তা চলছে বলে সিবিআই সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.