ETV Bharat / city

Partha Chatterjee: পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই - ইডি

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছে ৷ তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷ ওই মামলার তদন্তেই এবার তাঁকে হেফাজতে নিতে চায় সিবিআই (CBI) ৷

cbi-moves-alipore-court-seeking-partha-chatterjee-custody-in-ssc-recruitment-scam
Partha Chatterjee: পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই
author img

By

Published : Sep 15, 2022, 4:46 PM IST

Updated : Sep 15, 2022, 5:27 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিতে চায় সিবিআই (CBI) । এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এবার তদন্তের জন্যই সিবিআই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে চায় । আজ আলিপুর আদালতে সিবিআইয়ের তরফে এই নিয়ে আবেদন জানানো হয়েছে ৷

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতার নিজাম প্যালেসে একবার হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেয় সিবিআই । কিন্তু আচমকাই ওই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । ফলে দীর্ঘ ইডি (ED) হেফাজত কাটিয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব ।

এবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা ঠিক কি ছিল, তা জানার জন্যই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আলিপুর আদালতে আবেদন করেছে সিবিআই ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্ত নেমে সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই নিউটাউনের ব্যবসায়ী প্রসন্ন রায় এবং প্রদীপ সিং নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই । তাঁদের জেরা করে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ ফলে এই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন এই মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা ।

আরও পড়ুন : অনুব্রতকে জেরা করতে আসানসোলে সংশোধনাগারে সিবিআই

কলকাতা, 15 সেপ্টেম্বর : ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিতে চায় সিবিআই (CBI) । এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এবার তদন্তের জন্যই সিবিআই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে চায় । আজ আলিপুর আদালতে সিবিআইয়ের তরফে এই নিয়ে আবেদন জানানো হয়েছে ৷

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।

যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতার নিজাম প্যালেসে একবার হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেয় সিবিআই । কিন্তু আচমকাই ওই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । ফলে দীর্ঘ ইডি (ED) হেফাজত কাটিয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব ।

এবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা ঠিক কি ছিল, তা জানার জন্যই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আলিপুর আদালতে আবেদন করেছে সিবিআই ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্ত নেমে সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই নিউটাউনের ব্যবসায়ী প্রসন্ন রায় এবং প্রদীপ সিং নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই । তাঁদের জেরা করে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ ফলে এই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন এই মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা ।

আরও পড়ুন : অনুব্রতকে জেরা করতে আসানসোলে সংশোধনাগারে সিবিআই

Last Updated : Sep 15, 2022, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.