ETV Bharat / city

CBI Letter to Passport Office : সত্যিই কি পাসপোর্ট নেই অনুব্রতর ? জানতে চিঠি সিবিআইয়ের - সিবিআই

অনুব্রত মণ্ডলের পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে তৎপর সিবিআই ৷ চিঠি দেওয়া হল পাসপোর্ট অফিসে (CBI Letter to Passport Office) ৷ সত্যিই কি অনুব্রতর পাসপোর্ট নেই ? তা নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা (CBI Letter to Passport Office to Know About Passport Information of Anubrata Mondal) ৷ কয়েকদিন আগে অনুব্রতকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল ৷ তখনই সিবিআই-কে জানানো হয়, অনুব্রতর পাসপোর্ট নেই ৷

CBI Letter to Passport Office to Know About Passport Information of Anubrata Mondal
CBI Letter to Passport Office to Know About Passport Information of Anubrata Mondal
author img

By

Published : Apr 26, 2022, 5:25 PM IST

কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলের পাসপোর্ট আছে কি ? তা জানতে এ বার পাসপোর্ট অফিসে চিঠি দিল সিবিআই ৷ কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলকে তাঁর পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়ে একটি চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ যার প্রেক্ষিতে অনুব্রতর আইনজীবী সিবিআইকে জানিয়েছিলেন, ওই তৃণমূল নেতার কোনও পাসপোর্ট নেই ৷ সেই তথ্য সত্যি না মিথ্যে, তা জানতেই সিবিআইয়ের তরফে পাসপোর্ট অফিসে একটি ই-মেল করা হয়েছে (CBI Letter to Passport Office to Know About Passport Information of Anubrata Mondal) ৷

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল যাতে দেশ ছেড়ে পালিয়ে না যান, তা নিশ্চিত করতে চাইছেন গোয়েন্দারা ৷ প্রসঙ্গত, গরু ও কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র আন্দামানের কাছে ভানুয়াতুর দ্বীপপুঞ্জের নাগরিকত্ব নিয়ে সেখানে গা ঢাকা দিয়েছেন বলে সিবিআইয়ের দাবি ৷ সেই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রত্যাপর্ণচুক্তি না থাকায় বিনয় মিশ্রকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে না ৷ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও যাতে, তেমন কিছু না হয় ৷ তাই তাঁর পাসপোর্টের বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই (CBI Letter to Passport Office) ৷

আরও পড়ুন : CBI over Anubrata Health : অনুব্রতকে জেরা করা সম্ভব ? মেডিক্যাল রিপোর্ট নিয়ে এইমস চিকিৎসকদের দ্বারস্থ সিবিআই

অনুব্রত মণ্ডল যাতে দেশ ছাড়তে না পারেন, তার জন্য কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলে রেখেছেন নিজাম প্যালেসের সিবিআই কর্তারা ৷ অন্যদিকে, এসএসকেএম হাসপাতালের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটগুলি এইমস-এর চিকিৎসকদের কাছে পাঠিয়েছে সিবিআই ৷ এটা নিশ্চিত হতে যে সত্যি অনুব্রত মণ্ডল গুরুততর অসুস্থ কি না ৷ সেই মতো তাঁকে গরুপাচার ও ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো যাবে কি না ৷ এমনকি আলিপুর কমান্ড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছে সিবিআই ৷

কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলের পাসপোর্ট আছে কি ? তা জানতে এ বার পাসপোর্ট অফিসে চিঠি দিল সিবিআই ৷ কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলকে তাঁর পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়ে একটি চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ যার প্রেক্ষিতে অনুব্রতর আইনজীবী সিবিআইকে জানিয়েছিলেন, ওই তৃণমূল নেতার কোনও পাসপোর্ট নেই ৷ সেই তথ্য সত্যি না মিথ্যে, তা জানতেই সিবিআইয়ের তরফে পাসপোর্ট অফিসে একটি ই-মেল করা হয়েছে (CBI Letter to Passport Office to Know About Passport Information of Anubrata Mondal) ৷

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল যাতে দেশ ছেড়ে পালিয়ে না যান, তা নিশ্চিত করতে চাইছেন গোয়েন্দারা ৷ প্রসঙ্গত, গরু ও কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র আন্দামানের কাছে ভানুয়াতুর দ্বীপপুঞ্জের নাগরিকত্ব নিয়ে সেখানে গা ঢাকা দিয়েছেন বলে সিবিআইয়ের দাবি ৷ সেই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রত্যাপর্ণচুক্তি না থাকায় বিনয় মিশ্রকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে না ৷ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও যাতে, তেমন কিছু না হয় ৷ তাই তাঁর পাসপোর্টের বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই (CBI Letter to Passport Office) ৷

আরও পড়ুন : CBI over Anubrata Health : অনুব্রতকে জেরা করা সম্ভব ? মেডিক্যাল রিপোর্ট নিয়ে এইমস চিকিৎসকদের দ্বারস্থ সিবিআই

অনুব্রত মণ্ডল যাতে দেশ ছাড়তে না পারেন, তার জন্য কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলে রেখেছেন নিজাম প্যালেসের সিবিআই কর্তারা ৷ অন্যদিকে, এসএসকেএম হাসপাতালের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটগুলি এইমস-এর চিকিৎসকদের কাছে পাঠিয়েছে সিবিআই ৷ এটা নিশ্চিত হতে যে সত্যি অনুব্রত মণ্ডল গুরুততর অসুস্থ কি না ৷ সেই মতো তাঁকে গরুপাচার ও ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো যাবে কি না ৷ এমনকি আলিপুর কমান্ড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.