কলকাতা, 13 জুন : সিবিআই-এ বড়সড় রদবদল ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা জোনের দায়িত্বে থাকা জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে সরিয়ে দেওয়া হয়েছে (CBI Joint Director Kolkata Zone Pankaj Srivastava Transferred to Delhi) ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে 1995 এর ব্যাচের আইপিএস এন বেনুগোপালকে ৷ পঙ্কজ শ্রীবাস্তব গরুপাচার, কয়লাপাচার থেকে শুরু করে এসএসসি দুর্নীতির মতো মামলার তদন্তভার সামলেছেন ৷
আরও পড়ুন : Rujira Banerjee : কয়লা পাচার মামলায় কবে হাজিরা দিতে পারবেন ? জবাব চেয়ে অভিষেক-জায়াকে নোটিশ ইডি'র
সিবিআই সূত্রের খবর, তাঁকে দিল্লিতে পাঠানো হয়েছে ৷ তবে নারদকাণ্ড ও সারদাকাণ্ডের তদন্তের দায়িত্ব পঙ্কজ শ্রীবাস্তবই সামলাবেন বলে জানা গিয়েছে ৷ সেই সঙ্গে রোজভ্যালি মামলার তদন্তও তিনিই সামলাবেন ৷ সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির সময় পঙ্কজ শ্রীবাস্তব নেতৃত্বে ছিলেন ৷ এমনকী রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের সময়ও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে সেই সময় তোলপাড় হয় ৷