ETV Bharat / city

বিনয় মিশ্রর ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস সিবিআইয়ের

author img

By

Published : Jan 14, 2021, 6:10 PM IST

সিবিআই সূত্র জানা গিয়েছে, সম্প্রতি গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, যাতে পরিষ্কার যে বিনয় মিশ্রের মতো তাঁর ভাই বিকাশ মিশ্রও গোরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত । এরপরই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে ৷

cbi-issue-look-out-notice-against-binoy-mishras-brother Bikash Mishra
cbi-issue-look-out-notice-against-binoy-mishras-brother Bikash Mishra

কলকাতা, 14 জানুয়ারি : যত দিন গড়াচ্ছে ততই গোরু ও কয়লা পাচার কাণ্ডের সিবিআই তদন্তে উঠে আসছে নতুন নতুন প্রভাবশালীর নাম । তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রর পরে এবার নাম এল তাঁর ভাই বিকাশ মিশ্রর । ইতিমধ্যে সিবিআই বিকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে ।

কিছুদিন আগে বিনয় মিশ্রর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই সূত্র জানা গিয়েছে, সম্প্রতি গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, যাতে পরিষ্কার যে বিনয় মিশ্রের মতো তাঁর ভাই বিকাশ মিশ্রও গোরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত । এই পরিস্থিতিতে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসের 15 কিংবা 16 তারিখে নিজাম প্যালেসের সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে । সিবিআই আধিকারিকদের অনুমান, বিকাশকে চাপ দিলেই ফেরার বিনয় মিশ্রকে চাপে ফেলা যাবে ।

আরও পড়ুন : আর্ন্তজাতিক গোরু পাচারকারীকে ধরতে দিনভর হানা CBI-র

এদিকে, পাচারচক্রের পাণ্ডা ফেরার অনুপ মাজি, ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে । আসানসোলের বিশেষ আদালতে দাখিল করা সিবিআইর পিটিশনের শুনানির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু'টি গুরুত্বপূর্ণ অনুমতি পেয়েছে ৷ প্রথমটি হল, লালার আসানসোল, রানিগঞ্জ এবং পুরুলিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে ৷ দ্বিতীয়ত, লালাকে সরকারিভাবে ফেরার ঘোষণা করতে পারবে তদন্তকারী সংস্থা । এরপরই লালার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হয়েছে । আদালতের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে ।

আরও পড়ুন : গোরু পাচারের টাকার ভাগ পায় কারা ? তদন্তে CBI

এছাড়াও গোরু ও কয়লা পাচারকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ তল্লাশি চালানো হয়েছে লালা ঘনিষ্ঠদের বাড়িতেও ।

কলকাতা, 14 জানুয়ারি : যত দিন গড়াচ্ছে ততই গোরু ও কয়লা পাচার কাণ্ডের সিবিআই তদন্তে উঠে আসছে নতুন নতুন প্রভাবশালীর নাম । তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রর পরে এবার নাম এল তাঁর ভাই বিকাশ মিশ্রর । ইতিমধ্যে সিবিআই বিকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে ।

কিছুদিন আগে বিনয় মিশ্রর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই সূত্র জানা গিয়েছে, সম্প্রতি গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, যাতে পরিষ্কার যে বিনয় মিশ্রের মতো তাঁর ভাই বিকাশ মিশ্রও গোরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত । এই পরিস্থিতিতে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসের 15 কিংবা 16 তারিখে নিজাম প্যালেসের সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে । সিবিআই আধিকারিকদের অনুমান, বিকাশকে চাপ দিলেই ফেরার বিনয় মিশ্রকে চাপে ফেলা যাবে ।

আরও পড়ুন : আর্ন্তজাতিক গোরু পাচারকারীকে ধরতে দিনভর হানা CBI-র

এদিকে, পাচারচক্রের পাণ্ডা ফেরার অনুপ মাজি, ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে । আসানসোলের বিশেষ আদালতে দাখিল করা সিবিআইর পিটিশনের শুনানির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু'টি গুরুত্বপূর্ণ অনুমতি পেয়েছে ৷ প্রথমটি হল, লালার আসানসোল, রানিগঞ্জ এবং পুরুলিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে ৷ দ্বিতীয়ত, লালাকে সরকারিভাবে ফেরার ঘোষণা করতে পারবে তদন্তকারী সংস্থা । এরপরই লালার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হয়েছে । আদালতের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে ।

আরও পড়ুন : গোরু পাচারের টাকার ভাগ পায় কারা ? তদন্তে CBI

এছাড়াও গোরু ও কয়লা পাচারকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ তল্লাশি চালানো হয়েছে লালা ঘনিষ্ঠদের বাড়িতেও ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.