কলকাতা, 19 মে : এবার নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দোপাধ্যায় ও সৌগত রায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চায় সিবিআই । এই বিষয়ে লোকসভার স্পিকারের অনুমতি চেয়ে চিঠি দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
এর আগে 2019 সালে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে ওই চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চেয়েছিল সিবিআই ৷ সেই সময় কোনও জবাব পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর, এবার নতুন করে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার অনুমতি চাইতে চলেছে তারা ৷
আরও পড়ুন: নারদ লাইভ : অন্তর্বর্তী জামিনের উপর এভাবে আসা মামলা আগে ঘটেনি : অভিষেক মনু
নারদকাণ্ডে 17 মে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই । সিবিআই আদালতে তৃণমূল নেতারা জামিন পেলেও কলকাতা হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ জারি করেছে ৷