কলকাতা, 2 জুন : গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) আগেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) ৷ বৃহস্পতিবার তিনি ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সিবিআইয়ের মুখোমুখি হলেন ৷ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তাঁকে প্রায় সাড়ে 5 ঘণ্টা ধরে জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা (CBI Interrogates Anubrata Mandal for more than 5 Hours in Post Poll Violence Case) ৷
2021-এর বিধানসভা নির্বাচনের ফল (Bengal Assembly Election Results 2022) প্রকাশের পর বীরভূমের ইলামবাজারে এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় নাম জড়ায় বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ৷ এই নিয়ে বেশ কয়েকদিন হাজিরা এড়ানোর পর অবশেষে সিবিআইয়ের মুখোমুখি হন কেষ্ট মণ্ডল ৷
সিবিআই সূত্রে খবর, এদিন তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় যে ভোটের ফল প্রকাশের পর অনুব্রত কোথায় ছিলেন, কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন ? হাজিরা শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের কথা বলেননি অনুব্রত মণ্ডল ৷ তবে তাঁর আইনজীবীর দাবি, তদন্তে সহযোগিতার জন্যই এদিন সিবিআইয়ের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত ৷
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল ৷ শারীরিক কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন গরু পাচার কাণ্ডের তদন্তেও ৷ পরে অবশ্য হাজির হন ৷ কিন্তু তার পর ফের ডাকা হলে তিনি আর আসেননি ৷ এক্ষেত্রেও শারীরিক অসুস্থতার কারণই আইনজীবী মারফত উল্লেখ করেন তিনি ৷
এদিনের জেরা শেষে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বেশ কয়েকটি প্রশ্ন ৷ ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলার তদন্তে কি আবার অনুব্রতকে তলব করবে সিবিআই ? অনুব্রত কি ফের সিবিআইয়ের হাজিরার মুখোমুখি হবেন, নাকি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও কিছুটা সময় চাইবেন ?
আরও পড়ুন : Anubrata Mandal : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর