ETV Bharat / city

কয়লা ও গোরুপাচার কাণ্ডে বেশ কিছু নথি সিবিআইয়ের হাতে - cbi found some important document during raid of cow and coal smuggling

পশ্চিমবঙ্গের গোরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই-এর হাতে শুক্রবার এল বেশ কিছু গুরুপূর্ণ নথি ৷ তার মধ্যে রয়েছে লালার ব্যবসা সংক্রান্ত বেশ কিছু নথি । ইতিমধ্যে পাচারকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ তল্লাশি চালানো হয় লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও ।

cbi found some important document during raid of cow and coal smuggling
কয়লা ও গরুপাচার কাণ্ডে বেশ কিছু নথি সিবিআইয়ের হাতে
author img

By

Published : Jan 15, 2021, 8:11 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : পশ্চিমবঙ্গের গোরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই-এর হাতে শুক্রবার এল বেশ কিছু গুরুপূর্ণ নথি ৷ যা থেকে এই বেআইনি ব্যবসার অর্থ সরবরাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর । যে নথিগুলি উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে কয়লা-গোরুপাচার কাণ্ডের মূল মাথা অনুপ মাঝি ওরফে লালার ব্যবসা সংক্রান্ত 25টি নোটবুক এবং বেশ কিছু ডায়েরি ।

লালার ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীর বাড়ি এবং অফিস আজও অনুসন্ধান চালায় সিবিআইয়ের আধিকারিকরা ৷ সেই সময়ই উদ্ধার হয় এই নোটবুক এবং ডায়েরিগুলি । কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সন্দেহ এই নোটবুক এবং ডায়েরিগুলি থেকেই বেশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে এই বেআইনি ব্যবসা সম্পর্কে ৷ কোন কোন প্রভাবশালীদের সঙ্গে লালার ব্যবসায়িক লেনদেন ছিল তাও জানা যাবে এই ডায়েরি থেকে বলে মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা ।

ইতিমধ্যেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । আসানসোলের বিশেষ আদালতে দাখিল করা সিবিআইর পিটিশনের শুনানির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি অনুমতি পেয়েছে৷ তার প্রথমটি হচ্ছে, লালার আসানসোল, রানিগঞ্জ এবং পুরুলিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ৷ আর দ্বিতীয় অনুমতিটি হল, লালাকে সরকারি ভাবে ফেরার ঘোষণা করার । এরপরেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । এই প্রসঙ্গে এই তিনটি জায়গায় পোস্টারিং শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা ।

আরও পড়ুন : সিএজি কবে রিপোর্ট দিতে পারবে জানাক, আমফান মামলায় মন্তব্য আদালতের

ইতিমধ্যে সিবিআই তিন বার লালাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে ৷ কিন্তু প্রতিবারই লালা গরহাজির রয়েছে । তাই তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা । ইতিমধ্যে পাচারকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ তল্লাশি চালানো হয় লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও ।

কলকাতা, 15 জানুয়ারি : পশ্চিমবঙ্গের গোরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই-এর হাতে শুক্রবার এল বেশ কিছু গুরুপূর্ণ নথি ৷ যা থেকে এই বেআইনি ব্যবসার অর্থ সরবরাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর । যে নথিগুলি উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে কয়লা-গোরুপাচার কাণ্ডের মূল মাথা অনুপ মাঝি ওরফে লালার ব্যবসা সংক্রান্ত 25টি নোটবুক এবং বেশ কিছু ডায়েরি ।

লালার ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীর বাড়ি এবং অফিস আজও অনুসন্ধান চালায় সিবিআইয়ের আধিকারিকরা ৷ সেই সময়ই উদ্ধার হয় এই নোটবুক এবং ডায়েরিগুলি । কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সন্দেহ এই নোটবুক এবং ডায়েরিগুলি থেকেই বেশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে এই বেআইনি ব্যবসা সম্পর্কে ৷ কোন কোন প্রভাবশালীদের সঙ্গে লালার ব্যবসায়িক লেনদেন ছিল তাও জানা যাবে এই ডায়েরি থেকে বলে মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা ।

ইতিমধ্যেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । আসানসোলের বিশেষ আদালতে দাখিল করা সিবিআইর পিটিশনের শুনানির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি অনুমতি পেয়েছে৷ তার প্রথমটি হচ্ছে, লালার আসানসোল, রানিগঞ্জ এবং পুরুলিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ৷ আর দ্বিতীয় অনুমতিটি হল, লালাকে সরকারি ভাবে ফেরার ঘোষণা করার । এরপরেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । এই প্রসঙ্গে এই তিনটি জায়গায় পোস্টারিং শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা ।

আরও পড়ুন : সিএজি কবে রিপোর্ট দিতে পারবে জানাক, আমফান মামলায় মন্তব্য আদালতের

ইতিমধ্যে সিবিআই তিন বার লালাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে ৷ কিন্তু প্রতিবারই লালা গরহাজির রয়েছে । তাই তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা । ইতিমধ্যে পাচারকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ তল্লাশি চালানো হয় লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.