ETV Bharat / city

SSC Group D Recruitment Case : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের - SSC Recruitment Scam Case

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই ৷ জেরা করা হয়েছে এসএসসি'র উপদেষ্টা পর্ষদের প্রাক্তন একাধিক সদস্যকে ৷

cbi in ssc recruitment case
নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের
author img

By

Published : Apr 7, 2022, 8:56 AM IST

কলকাতা, 7 এপ্রিল : গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) -এর আধিকারিক অলোক সরকারের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল সিবিআই । জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 120 বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এই আধিকারিকের বিরুদ্ধে । এছাড়াও, আইপিসি'র 420 ধারায় প্রতারণা ও 468 নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে অলোক সরকারের বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির 471 নং ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন : এসএসসি মামলায় সিবিআই দফতরে হাজির অলোক সরকারের

সিবিআই সূত্রে খবর, দুর্নীতি দমন শাখার তরফ থেকে এই এফআইআর দায়ের করা হয়েছে । হাইকোর্টের নির্দেশে বুধবারও অলোক সরকারকে হাজিরা দিতে হয় কলকাতায় নিজাম প্যালেসের সিবিআই দফতরে । এদিন সন্ধে সাড়ে 6টা নাগাদ নিজাম প্যালেসের 14 তলায় সিবিআই দফতরে যান তিনি ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেন একজন ডিএসপি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সিবিআইয়ের আধিকারিক ।

উল্লেখ্য, মঙ্গলবারই এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে দ্বিতীয় বারের জন্য জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । তার বয়ানও নথিভুক্ত করা হয় । শান্তিপ্রসাদ সিনহার বয়ানের উপর ভিত্তি করে অলোক সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর ৷ সিবিআই সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন অলোক সরকার । ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই ।

কলকাতা, 7 এপ্রিল : গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) -এর আধিকারিক অলোক সরকারের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল সিবিআই । জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 120 বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এই আধিকারিকের বিরুদ্ধে । এছাড়াও, আইপিসি'র 420 ধারায় প্রতারণা ও 468 নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে অলোক সরকারের বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির 471 নং ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন : এসএসসি মামলায় সিবিআই দফতরে হাজির অলোক সরকারের

সিবিআই সূত্রে খবর, দুর্নীতি দমন শাখার তরফ থেকে এই এফআইআর দায়ের করা হয়েছে । হাইকোর্টের নির্দেশে বুধবারও অলোক সরকারকে হাজিরা দিতে হয় কলকাতায় নিজাম প্যালেসের সিবিআই দফতরে । এদিন সন্ধে সাড়ে 6টা নাগাদ নিজাম প্যালেসের 14 তলায় সিবিআই দফতরে যান তিনি ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেন একজন ডিএসপি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সিবিআইয়ের আধিকারিক ।

উল্লেখ্য, মঙ্গলবারই এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে দ্বিতীয় বারের জন্য জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । তার বয়ানও নথিভুক্ত করা হয় । শান্তিপ্রসাদ সিনহার বয়ানের উপর ভিত্তি করে অলোক সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর ৷ সিবিআই সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন অলোক সরকার । ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.