ETV Bharat / city

CBI Chargesheet Against Shreya Pande : রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল তাদের নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পান্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা ৷ তার পরিপ্রেক্ষিতে এই চার্জশিট (CBI file chargesheet against Shreya Pande in Rose Valley case)।

CBI Chargesheet Against Shreya Pande
রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের
author img

By

Published : Jan 3, 2022, 5:31 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই (CBI file chargesheet against Shreya Pande in Rose Valley case)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই চার্জশিট পেশ করা হয়েছে ভুবনেশ্বরের খুরদা আদালতে। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল তাদের নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পান্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা।

তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছে শ্রেয়া এবং তাঁর ব্যবসায়িক সহযোগীর দু'টি সংস্থা ৷ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামে কিংবা অন্দরসজ্জা কোম্পানির নামে রোজভ্যালির থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সিবিআই গোয়েন্দারা জানাচ্ছেন, একটি নামী মিউজিক কোম্পানিকে আইনি জটিলতা থেকে রেহাই দেওয়ার নামেও মোটা অঙ্কের টাকা নিয়ে ঘোটালা পাকিয়েছেন শ্রেয়া ও সহযোগী সংস্থা ৷

আরও পড়ুন : Shreya Pandey on TMC victory : 'ল্যান্ডস্লাইড ভিকট্রি', উচ্ছ্বাসের মধ্যেও বাবাকে মিস করছেন সাধন-কন্যা শ্রেয়া

সিবিআই সূত্রে খবর, শ্রেয়া পান্ডে এবং তাঁর ব্যবসায়িক সহযোগীর সঙ্গে দু'টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে। মূলত এই দুই বেসরকারি সংস্থার মাধ্যমেই টাকা-পয়সার লেনদেন চলত। প্রয়োজনে এই দুই বেসরকারি সংস্থার আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন গোয়েন্দারা। নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, শ্রেয়া পান্ডে এবং তাঁর ব্যবসায়িক সহযোগী কীসের ভিত্তিতে রোজভ্যালি থেকে কত টাকা নিয়েছিলেন, তার বিস্তারিত উল্লেখ রয়েছে চার্জশিটে।

কলকাতা, 3 জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই (CBI file chargesheet against Shreya Pande in Rose Valley case)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই চার্জশিট পেশ করা হয়েছে ভুবনেশ্বরের খুরদা আদালতে। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল তাদের নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পান্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা।

তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছে শ্রেয়া এবং তাঁর ব্যবসায়িক সহযোগীর দু'টি সংস্থা ৷ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামে কিংবা অন্দরসজ্জা কোম্পানির নামে রোজভ্যালির থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সিবিআই গোয়েন্দারা জানাচ্ছেন, একটি নামী মিউজিক কোম্পানিকে আইনি জটিলতা থেকে রেহাই দেওয়ার নামেও মোটা অঙ্কের টাকা নিয়ে ঘোটালা পাকিয়েছেন শ্রেয়া ও সহযোগী সংস্থা ৷

আরও পড়ুন : Shreya Pandey on TMC victory : 'ল্যান্ডস্লাইড ভিকট্রি', উচ্ছ্বাসের মধ্যেও বাবাকে মিস করছেন সাধন-কন্যা শ্রেয়া

সিবিআই সূত্রে খবর, শ্রেয়া পান্ডে এবং তাঁর ব্যবসায়িক সহযোগীর সঙ্গে দু'টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে। মূলত এই দুই বেসরকারি সংস্থার মাধ্যমেই টাকা-পয়সার লেনদেন চলত। প্রয়োজনে এই দুই বেসরকারি সংস্থার আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন গোয়েন্দারা। নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, শ্রেয়া পান্ডে এবং তাঁর ব্যবসায়িক সহযোগী কীসের ভিত্তিতে রোজভ্যালি থেকে কত টাকা নিয়েছিলেন, তার বিস্তারিত উল্লেখ রয়েছে চার্জশিটে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.