ETV Bharat / city

কয়লা পাচারের তদন্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি সিবিআইয়ের - লালা

কয়লাপাচার কাণ্ডে রাজ্য়জুড়ে ফের তল্লাশি অভিযান সিবিআইয়ের ৷ বৃহস্পতিবার রাজ্য়ের 10 জায়গায় একসঙ্গে তল্লাশি ৷ অভিযান চালানো হল লালার ঘনিষ্ঠ ব্য়বসায়ীর বাড়িতেও ৷

wb-cbi-raid-central-teem-7209715
কয়লা পাচারের তদন্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি সিবিআইয়ের
author img

By

Published : Feb 19, 2021, 7:45 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই ৷ একইসঙ্গে তল্লাশি চালানো হল রাজ্য়ের 10টি জায়গায় ৷ সিবিআই সূত্রে খবর, কলকাতা, পুরুলিয়া ,আসানসোল, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া-সহ মোট 10 জায়গায় কয়লাপাচার চক্রের তদন্তে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, লালার ঘনিষ্ঠ ওই ব্য়বসায়ীর নাম জয়দেব মণ্ডল ৷ আদতে আসানসোলের বাসিন্দা জয়দেবের আসানসোল ছাড়াও কলকাতা-সহ রাজ্য়ের নানা প্রান্তে বাড়ি ও অফিস রয়েছে ৷ বৃহস্পতিবার তাঁর আসানসোলের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই ৷ সূত্রের খবর, শুধুমাত্র কয়লাপাচার নয়, এর আগে অস্ত্র আইনেও গ্রেপ্তার হয়েছিলেন জয়দেব ৷ 2011 সালে কলকাতার নিউমার্কেট চত্বর থেকে তাঁকে পাকড়াও করেছিল এসটিএফ ৷ সিবিআইয়ের হাতে আসা তথ্য় বলছে, কয়লাপাচার চক্রেও জড়িত রয়েছেন এই জয়দেব ৷

জয়দেব ছাড়াও এই ঘটনায় নাম জড়িয়েছে আরও বহু ব্য়বসায়ীর ৷ ওইদিন, তাঁদের অনেকেরই বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷ বাজেয়াপ্ত করা হয় অসংখ্য়া নথি ৷

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের তলব ইসিএলের শীর্ষ অধিকারিককে

প্রসঙ্গত, সম্প্রতি গোরুপাচার কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যরাজনীতি ৷ সেই পরিস্থিতিতেই সামনে আসে কয়লাপাচার চক্রের খবর ৷ অভিযোগ ওঠে, অনুপ মাঝি ওরফে লালা ইসিএলের কর্মী ও আধিকারিকদের একাংশের মদতে খনি থেকে কয়লা তুলে তা পাচার করছে দীর্ঘদিন ধরে ৷ এমনকী, এই ঘটনায় নাম জড়ায় শাসকদলের কয়েকজন নেতারও ৷ চক্রের শিকড় খুঁজতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে দফায় দফায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ যদিও এখনও পর্যন্ত লালাকে গ্রেপ্তার করতে পারেনি তারা ৷

কলকাতা, 19 ফেব্রুয়ারি: অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই ৷ একইসঙ্গে তল্লাশি চালানো হল রাজ্য়ের 10টি জায়গায় ৷ সিবিআই সূত্রে খবর, কলকাতা, পুরুলিয়া ,আসানসোল, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া-সহ মোট 10 জায়গায় কয়লাপাচার চক্রের তদন্তে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, লালার ঘনিষ্ঠ ওই ব্য়বসায়ীর নাম জয়দেব মণ্ডল ৷ আদতে আসানসোলের বাসিন্দা জয়দেবের আসানসোল ছাড়াও কলকাতা-সহ রাজ্য়ের নানা প্রান্তে বাড়ি ও অফিস রয়েছে ৷ বৃহস্পতিবার তাঁর আসানসোলের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই ৷ সূত্রের খবর, শুধুমাত্র কয়লাপাচার নয়, এর আগে অস্ত্র আইনেও গ্রেপ্তার হয়েছিলেন জয়দেব ৷ 2011 সালে কলকাতার নিউমার্কেট চত্বর থেকে তাঁকে পাকড়াও করেছিল এসটিএফ ৷ সিবিআইয়ের হাতে আসা তথ্য় বলছে, কয়লাপাচার চক্রেও জড়িত রয়েছেন এই জয়দেব ৷

জয়দেব ছাড়াও এই ঘটনায় নাম জড়িয়েছে আরও বহু ব্য়বসায়ীর ৷ ওইদিন, তাঁদের অনেকেরই বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷ বাজেয়াপ্ত করা হয় অসংখ্য়া নথি ৷

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের তলব ইসিএলের শীর্ষ অধিকারিককে

প্রসঙ্গত, সম্প্রতি গোরুপাচার কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যরাজনীতি ৷ সেই পরিস্থিতিতেই সামনে আসে কয়লাপাচার চক্রের খবর ৷ অভিযোগ ওঠে, অনুপ মাঝি ওরফে লালা ইসিএলের কর্মী ও আধিকারিকদের একাংশের মদতে খনি থেকে কয়লা তুলে তা পাচার করছে দীর্ঘদিন ধরে ৷ এমনকী, এই ঘটনায় নাম জড়ায় শাসকদলের কয়েকজন নেতারও ৷ চক্রের শিকড় খুঁজতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে দফায় দফায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ যদিও এখনও পর্যন্ত লালাকে গ্রেপ্তার করতে পারেনি তারা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.