ETV Bharat / city

Cattle Smuggling Case : স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল বিকাশ মিশ্রকে - CBI Brings Vikash Mishra to Commando Hospital in Alipore for Health Check Up

বিকাশ মিশ্রের স্বাস্থ্য পরীক্ষা করাতে তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (CBI Brings Vikash Mishra to Commando Hospital in Alipore for Health Check Up) ৷ গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করতে বিকাশকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা ৷ যদিও, এ নিয়ে বিকাশকে একদফা জেরা করা হয়েছে ৷ কিন্তু, বিকাশ মিশ্র কোনও জবাব দেননি বলে জানা গিয়েছে ৷

CBI Brings Vikash Mishra to Commando Hospital in Alipore for Health Check Up
CBI Brings Vikash Mishra to Commando Hospital in Alipore for Health Check Up
author img

By

Published : Apr 9, 2022, 4:14 PM IST

Updated : Apr 9, 2022, 5:52 PM IST

কলকাতা, 9 এপ্রিল : গরুপাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে আসা হল ৷ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে বিকাশকে (CBI Brings Vikash Mishra to Commando Hospital in Alipore for Health Check Up) ৷ প্রসঙ্গত, বিকাশ মিশ্রকে গতকাল আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে, বিচারক বিকাশ মিশ্রকে কয়লাপাচার-কাণ্ডে 14 দিনের জেল হেফাজত এবং 10 দিনের পুলিশি হেফাজতের (সিবিআই হেফাজত) নির্দেশ দিয়েছে ৷ অর্থাৎ, 18 এপ্রিল পর্যন্ত তাঁকে নিজেদের হেফাজতে রাখতে পারবে সিবিআই ৷ তার পর আজ তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে, বিকাশ মিশ্রকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন ৷ তার আগে বিকাশ মিশ্রের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

সূত্রের খবর, গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের যোগসুত্র খুঁজে পেতে এবার তাকেই হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI will interrogate Bikash Mishra in Cattle Smuggling Case) । জানা গিয়েছে, রাজ্যে গরুপাচার-কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই । গরু পাচারের টাকায় কোন কোন প্রভাবশালী লাভবান হয়েছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এছাড়াও সেই টাকা কোন কোন ব্যবসায় লাগানো হয়েছে তা জানতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই-য়ের গোয়েন্দারা । কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইতিমধ্যেই চার সপ্তাহ সময় চেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ।

আরও পড়ুন : Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে অনুব্রতকে বাগে আনতে বিকাশই হাতিয়ার সিবিআই-র

এই অবস্থায় গোয়েন্দাদের অনুমান, গরুপাচার-কাণ্ডে যে সকল তথ্য এবং মিসিং লিঙ্ক রয়েছে, তা জানার জন্য বিকাশ মিশ্রকে হাতিয়ার করা অত্যন্ত প্রয়োজন । নিজেদের হেফাজতে নিয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে গরুপাচার-কাণ্ডে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে । ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় সিবিআই দফতরে নিয়ে আসা হয়েছে ।

কলকাতা, 9 এপ্রিল : গরুপাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে আসা হল ৷ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে বিকাশকে (CBI Brings Vikash Mishra to Commando Hospital in Alipore for Health Check Up) ৷ প্রসঙ্গত, বিকাশ মিশ্রকে গতকাল আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে, বিচারক বিকাশ মিশ্রকে কয়লাপাচার-কাণ্ডে 14 দিনের জেল হেফাজত এবং 10 দিনের পুলিশি হেফাজতের (সিবিআই হেফাজত) নির্দেশ দিয়েছে ৷ অর্থাৎ, 18 এপ্রিল পর্যন্ত তাঁকে নিজেদের হেফাজতে রাখতে পারবে সিবিআই ৷ তার পর আজ তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে, বিকাশ মিশ্রকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন ৷ তার আগে বিকাশ মিশ্রের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

সূত্রের খবর, গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের যোগসুত্র খুঁজে পেতে এবার তাকেই হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI will interrogate Bikash Mishra in Cattle Smuggling Case) । জানা গিয়েছে, রাজ্যে গরুপাচার-কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই । গরু পাচারের টাকায় কোন কোন প্রভাবশালী লাভবান হয়েছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এছাড়াও সেই টাকা কোন কোন ব্যবসায় লাগানো হয়েছে তা জানতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই-য়ের গোয়েন্দারা । কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইতিমধ্যেই চার সপ্তাহ সময় চেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ।

আরও পড়ুন : Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে অনুব্রতকে বাগে আনতে বিকাশই হাতিয়ার সিবিআই-র

এই অবস্থায় গোয়েন্দাদের অনুমান, গরুপাচার-কাণ্ডে যে সকল তথ্য এবং মিসিং লিঙ্ক রয়েছে, তা জানার জন্য বিকাশ মিশ্রকে হাতিয়ার করা অত্যন্ত প্রয়োজন । নিজেদের হেফাজতে নিয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে গরুপাচার-কাণ্ডে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে । ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় সিবিআই দফতরে নিয়ে আসা হয়েছে ।

Last Updated : Apr 9, 2022, 5:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.