কলকাতা, 15 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) এবার কল্য়াণময় গঙ্গোপাধ্য়ায়কে (Kalyanmoy Gangopadhyay) গ্রেফতার করল সিবিআই (CBI) ৷ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলার জেরে দীর্ঘ সময় ধরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের এই প্রাক্তন সভাপতি ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বেশ কিছু নথি-সহ এদিন তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় ৷ সেখানেই টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে কল্য়াণময়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ তারপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷
এদিন দুপুরে নিজাম প্যালেসে পৌঁছন কল্যাণময় ৷ তাঁকে গ্রেফতার করা হয় সন্ধে নাগাদ ৷ এরপর কল্য়াণময়ের শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপতালে ৷ সেখানে রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর আবারও কল্যাণময়কে নিজাম প্যালেসে ফিরিয়ে আনেন সিবিআই আধিকারিকরা ৷ সূত্রের দাবি, স্বাস্থ্যপরীক্ষার পর ফের কল্যাণময়কে জেরা করা হচ্ছে ৷
আরও পড়ুন: পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় ৷ কিন্তু, তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ৷ উল্লেখ্য়, এদিনই পার্থকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, পার্থকে হেফাজতে পেলে তাঁকে এবং কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে ৷
সূত্রের খবর, এখনও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা ৷ রয়েছে বেশ কিছু 'মিসিং লিংক' ৷ সিবিআই-এর অনুমান, পার্থ ও কল্য়াণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করলে সেই মিসিং লিংকগুলি জোড়া সম্ভব হবে ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই পার্থর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি ৷ তাদের দাবি, পার্থ বহু প্রশ্নের উত্তর হয় দিচ্ছেন না, আর না হয় এড়িয়ে যাচ্ছেন ৷ একই অভিযোগ কল্যাণময়ের বিরুদ্ধে তুলছে সিবিআই ৷ তাই এই দুই অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার বলে মনে করছেন গোয়েন্দারা ৷