কলকাতা, 10 অগস্ট : এসএসসি নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) পর এবার তৎপর হল সিবিআই (CBI) । তদন্তে নেমে এসএসসির (SSC) প্রাক্তন দুই উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করল সিবিআই ।
সূত্রের খবর, বুধবার তাঁদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে ৷ জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের বিভ্রান্ত করছিলেন তাঁরা ৷ মূলত, এদিন এসপি সিনহা এবং অশোক সাহাকে প্রশ্ন করা হয়, কাদের নির্দেশে তাঁরা চাকরি দিয়েছিলেন এবং অযোগ্য প্রার্থীদের নাম উপরের তালিকায় এনেছিলেন এবং যোগ্য প্রার্থীদের নাম তালিকা থেকে সরিয়ে দিয়েছিলেন কাদের নির্দেশে ? এর সদুত্তর দিতে পারেননি তাঁরা ৷
সিবিআই সূত্রে খবর, এই ঘটনার তদন্তে নেমে আগে থেকেই এসপি সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে ৷ সেই নিয়েই এদিন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারায়, তাঁকে গ্রেফতার করা হয় ৷
কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো সূত্রে খবর, অশোক সাহাকেও একাধিক তথ্য প্রমাণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তিনিও কোনও সদুত্তর গোয়েন্দাদের দিতে পারেননি ৷ ফলে তাঁকেও গ্রেফতার করা হয় ৷ দু’জনেই তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন করেছেন বলে সিবিআইয়ের ওই সূত্রের দাবি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগে নিজাম প্যালেসে একাধিকবার জেরার সম্মুখীন হতে হয় শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে ৷ তাঁরা ইতিমধ্যে আদালতেই ভর্ৎসিত হয়েছেন ৷
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগেই গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়কে (Arpita Mukherjee) ৷ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ মিলেছে কয়েক কোটি টাকার সোনার গয়না, সম্পত্তি-সহ আরও অনেক নথি ৷ সেই নথিতে কোথাও মালিক হিসেবে রয়েছে অর্পিতার নাম ৷ আবার কোথাও পার্থ-অর্পিতার যৌথ মালিকানা বলে উল্লেখ রয়েছে ৷
সিবিআই সূত্রে খবর, এর পর পার্থ-অর্পিতাকেও তাঁরা হেফাজতে নেবেন ৷ তখন এসপি সিনহা ও অশোক সাহার সঙ্গে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে ৷
পার্থ ও অর্পিতা এখন জেল হেফাজতে রয়েছেন ৷ আগামী 18 অগস্ট তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ৷ এখন দেখার ওই দিনই পার্থ-অর্পিতাকে হেফাজতে নিতে সিবিআই আবেদন করে কি না !
আরও পড়ুন : জেলের ড্রাম থেকে কনকনে ঠান্ডা জলে স্নানে কাবু পার্থ