ETV Bharat / city

CBI Reward on Post Poll Violence : ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুনে ফেরারদের ধরার জন্য পুরস্কার ঘোষণা সিবিআই-এর - ঝাড়গ্রামে ভোট পরবর্তী হিংসা

ভোট-পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি কর্মী কিশোর মান্ডি ৷ তাঁকে খুনে অভিযোগে ফেরার ব্যক্তিদের খুঁজে দিলে পুরস্কার দেবে সিবিআই (CBI Reward on Post Poll Violence) ৷

Jhargram Post Poll Violence
ঝাড়গ্রামে ভোট পরবর্তী হিংসা
author img

By

Published : Feb 9, 2022, 12:43 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বিজেপি কর্মী খুনে ফেরার অভিযুক্তদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করল সিবিআই ৷ একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঝাড়গ্রামের কিশোর মান্ডি (26) খুনে অভিযুক্ত তিনজন পলাতক ৷ কিশোর বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কিষাণ মোর্চার সভাপতি ছিলেন ৷ পলাতকদের খুঁজে দিলে 50 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ৷ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি অখিলেশ সিং (CBI announces reward over Post Poll violence absconding in Jhargram) ৷

একদিকে রাজ্যে পৌরনির্বাচনের দিন এগিয়ে আসছে, অন্যদিকে একের পর এক ভোট-পরবর্তী হিংসার ঘটনায় (Post Poll Violence in West Bengal) অভিযুক্ত ও পলাতকদের বিরুদ্ধে তৎপর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডিয়া বা সিবিআই ৷ তদন্তকারী সংস্থা পলাতকদের হদিশ পেতে একটি পোস্টার প্রকাশ করেছে ৷ সেখানে ছবি, নাম-সহ তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে ৷

বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনে পলাতকদের নাম ও পরিচয়
বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনে পলাতকদের নাম ও পরিচয়

আরও পড়ুন : Post Poll Violence : শীতলকুচি এবং নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় হুলিয়া জারি সিবিআইয়ের

কয়েকদিন আগে কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে এবং উত্তরবঙ্গে খুনের ঘটনার পর জঙ্গলমহলেও ভোট পরবর্তী হিংসায় একই পথ নিল সিবিআই-এর স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ ৷ পলাতকের খোঁজ দেওয়া ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে ৷

ডিআইজি বলেন, "ঝাড়গ্রামের বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনে অভিযুক্তরা এখনও পালিয়ে বেড়াচ্ছে ৷ তিনি বিজেপির কিষাণ মোর্চার নেতা ছিলেন ৷ ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচন শেষে ব়্যালিতে তাঁকে খুন করা হয় ৷" অভিযুক্তদের তালিকায় একাধিক তৃণমূল নেতা এবং কর্মীদের নাম রয়েছে ৷ জামবনি থানা (Jamboni) এলাকার ডাবরা গ্রামপঞ্চায়েত (Dubra Gram Panchayat) প্রধান দেবেন সোরেন (45), রাজকিশোর মাহাতো এবং হরেকৃষ্ণ মাহাতো ৷ রাজকিশোর ও হরেকৃষ্ণ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷

আরও পড়ুন : CBI arrest over Post Poll Violence : ভোট পরবর্তী সন্ত্রাসে জগদ্দলে সিবিআইয়ের হুলিয়া, ঝাড়গ্রামে ধৃত 9

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বিজেপি কর্মী খুনে ফেরার অভিযুক্তদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করল সিবিআই ৷ একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঝাড়গ্রামের কিশোর মান্ডি (26) খুনে অভিযুক্ত তিনজন পলাতক ৷ কিশোর বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কিষাণ মোর্চার সভাপতি ছিলেন ৷ পলাতকদের খুঁজে দিলে 50 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ৷ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি অখিলেশ সিং (CBI announces reward over Post Poll violence absconding in Jhargram) ৷

একদিকে রাজ্যে পৌরনির্বাচনের দিন এগিয়ে আসছে, অন্যদিকে একের পর এক ভোট-পরবর্তী হিংসার ঘটনায় (Post Poll Violence in West Bengal) অভিযুক্ত ও পলাতকদের বিরুদ্ধে তৎপর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডিয়া বা সিবিআই ৷ তদন্তকারী সংস্থা পলাতকদের হদিশ পেতে একটি পোস্টার প্রকাশ করেছে ৷ সেখানে ছবি, নাম-সহ তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে ৷

বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনে পলাতকদের নাম ও পরিচয়
বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনে পলাতকদের নাম ও পরিচয়

আরও পড়ুন : Post Poll Violence : শীতলকুচি এবং নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় হুলিয়া জারি সিবিআইয়ের

কয়েকদিন আগে কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে এবং উত্তরবঙ্গে খুনের ঘটনার পর জঙ্গলমহলেও ভোট পরবর্তী হিংসায় একই পথ নিল সিবিআই-এর স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ ৷ পলাতকের খোঁজ দেওয়া ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে ৷

ডিআইজি বলেন, "ঝাড়গ্রামের বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনে অভিযুক্তরা এখনও পালিয়ে বেড়াচ্ছে ৷ তিনি বিজেপির কিষাণ মোর্চার নেতা ছিলেন ৷ ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচন শেষে ব়্যালিতে তাঁকে খুন করা হয় ৷" অভিযুক্তদের তালিকায় একাধিক তৃণমূল নেতা এবং কর্মীদের নাম রয়েছে ৷ জামবনি থানা (Jamboni) এলাকার ডাবরা গ্রামপঞ্চায়েত (Dubra Gram Panchayat) প্রধান দেবেন সোরেন (45), রাজকিশোর মাহাতো এবং হরেকৃষ্ণ মাহাতো ৷ রাজকিশোর ও হরেকৃষ্ণ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷

আরও পড়ুন : CBI arrest over Post Poll Violence : ভোট পরবর্তী সন্ত্রাসে জগদ্দলে সিবিআইয়ের হুলিয়া, ঝাড়গ্রামে ধৃত 9

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.