ETV Bharat / city

Saigal Hossain সায়গল হোসেনের থেকে তথ্য পেয়েই অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলারের বাড়িতে সিবিআই

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) থেকে তথ্য পেয়েই বীরভূমে কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল সিবিআই (CBI)৷

Cattle smuggling case CBI gets many information after interrogating Saigal Hossain
সায়গল হোসেনের থেকে তথ্য পেয়েই বীরভূমে কাউন্সিলারের বাড়িতে সিবিআই
author img

By

Published : Aug 31, 2022, 3:39 PM IST

কলকাতা, 31 অগস্ট: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) এর আগে যতবার জেরা করা হয়েছে, কোনও বারই সাহায্য করেননি তিনি ৷ এমনই অভিযোগ ছিল সিবিআইয়ের (CBI)। কিন্তু সপ্তাহ দুয়েক আগে জেরা চলাকালীন সায়গল হোসেন সিবিআইকে জানান, "স্যার (অনুব্রত)-এর বাড়িতে সব কাজ দেখাশোনার দায়িত্বে ছিলেন মুন"। কিন্তু কে এই মুন ?

এর আগে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে সিবিআই-এর গোয়েন্দারা মুন নামে এক ব্যক্তির হদিশ পান ৷ এ দিকে, সায়গলের কাছ থেকেও এই 'মুন' নামটি জানার পর সিবিআই তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন, আদতে এই মুন হলেন বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজন কাউন্সিলর ৷ এছাড়াও সুদীপ রায় নামে অপর এক ব্যক্তির খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা । সিবিআইয়ের দাবি, সায়গলের থেকে এই নাম শোনার পরেই এ দিন বীরভূমে সকাল সকাল অভিযান পর্ব চালায় সিবিআই (Cattle smuggling case)।

এ দিন সকালবেলা বীরভূমে কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং অপর এক ব্যক্তি সুদীপ রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই । জানা গিয়েছে, বীরভূমে অনুব্রত মণ্ডলের যাবতীয় কাজ দেখাশোনার দায়িত্ব ছিল এই দুজনের উপর । এ ছাড়াও এ দিন বীরভূমে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির অফিস এবং বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করছে সিবিআই । প্রতিবেদন লেখা পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: অনুব্রতর অ্যাকাউনটেন্ট, ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা

ইতিমধ্যেই সায়গল হোসেনকে লাগাতার জেরা করছে সিবিআই । জানা গিয়েছে, এই সায়গল হোসেনের সঙ্গেই গরুপাচারে যুক্ত ছিল এনামুল হক । গরু পাচারের কোটি কোটি টাকা একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্বও ছিল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর উপর । এছাড়াও সিবিআই দাবি করছে, শুধু প্রভাবশালী নয়, সংশ্লিষ্ট জেলার একাধিক প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের দেখভালের দায়িত্ব ছিল সায়গলের উপরেই ।

কলকাতা, 31 অগস্ট: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) এর আগে যতবার জেরা করা হয়েছে, কোনও বারই সাহায্য করেননি তিনি ৷ এমনই অভিযোগ ছিল সিবিআইয়ের (CBI)। কিন্তু সপ্তাহ দুয়েক আগে জেরা চলাকালীন সায়গল হোসেন সিবিআইকে জানান, "স্যার (অনুব্রত)-এর বাড়িতে সব কাজ দেখাশোনার দায়িত্বে ছিলেন মুন"। কিন্তু কে এই মুন ?

এর আগে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে সিবিআই-এর গোয়েন্দারা মুন নামে এক ব্যক্তির হদিশ পান ৷ এ দিকে, সায়গলের কাছ থেকেও এই 'মুন' নামটি জানার পর সিবিআই তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন, আদতে এই মুন হলেন বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজন কাউন্সিলর ৷ এছাড়াও সুদীপ রায় নামে অপর এক ব্যক্তির খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা । সিবিআইয়ের দাবি, সায়গলের থেকে এই নাম শোনার পরেই এ দিন বীরভূমে সকাল সকাল অভিযান পর্ব চালায় সিবিআই (Cattle smuggling case)।

এ দিন সকালবেলা বীরভূমে কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং অপর এক ব্যক্তি সুদীপ রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই । জানা গিয়েছে, বীরভূমে অনুব্রত মণ্ডলের যাবতীয় কাজ দেখাশোনার দায়িত্ব ছিল এই দুজনের উপর । এ ছাড়াও এ দিন বীরভূমে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির অফিস এবং বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করছে সিবিআই । প্রতিবেদন লেখা পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: অনুব্রতর অ্যাকাউনটেন্ট, ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা

ইতিমধ্যেই সায়গল হোসেনকে লাগাতার জেরা করছে সিবিআই । জানা গিয়েছে, এই সায়গল হোসেনের সঙ্গেই গরুপাচারে যুক্ত ছিল এনামুল হক । গরু পাচারের কোটি কোটি টাকা একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্বও ছিল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর উপর । এছাড়াও সিবিআই দাবি করছে, শুধু প্রভাবশালী নয়, সংশ্লিষ্ট জেলার একাধিক প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের দেখভালের দায়িত্ব ছিল সায়গলের উপরেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.