ETV Bharat / city

Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা - কালীপুজোয় দর্শনার্থী প্রবেশ নিয়ে মামলা

কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷

Kali puja 2021
Kali puja 2021
author img

By

Published : Nov 1, 2021, 12:58 PM IST

Updated : Nov 1, 2021, 2:17 PM IST

কলকাতা, 1 নভেম্বর : উৎসবের মরসুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দুর্গাপুজোর পর থেকেই এ রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা দাপট ৷ এই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷ এই মর্মে আজ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী অজয় কুমার দের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ।

মামলাকারীর বক্তব্য, দুর্গাপুজাের আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল । কিন্তু পুজোর কেনাকাটা এবং পুজো চলাকালীন সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করেছে রাজ্যে ৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে । তবে সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ এখন উৎসবের আবহে ৷ কয়েকদিন পরই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা ৷ রয়েছে জগদ্ধাত্রী পুজোও ৷ ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন : Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি

এই আশঙ্কা থেকে দুর্গাপুজাের মতো কালীপুজােতেও যাতে দর্শনার্থীরা অবাধে পুজােমণ্ডপে প্রবেশ করতে না পারে তার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অজয় কুমার দে ৷ প্রশাসন যাতে কঠোর হাতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আদালতের কাছে সেই আর্জি জানানো হয়েছে । আগামীকাল বা পরশু মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, গতবছরও কালীপুজোয় মণ্ডপে দর্শনার্থী প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট । আদালত এবছর কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার ।

কলকাতা, 1 নভেম্বর : উৎসবের মরসুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দুর্গাপুজোর পর থেকেই এ রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা দাপট ৷ এই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷ এই মর্মে আজ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী অজয় কুমার দের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ।

মামলাকারীর বক্তব্য, দুর্গাপুজাের আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল । কিন্তু পুজোর কেনাকাটা এবং পুজো চলাকালীন সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করেছে রাজ্যে ৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে । তবে সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ এখন উৎসবের আবহে ৷ কয়েকদিন পরই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা ৷ রয়েছে জগদ্ধাত্রী পুজোও ৷ ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন : Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি

এই আশঙ্কা থেকে দুর্গাপুজাের মতো কালীপুজােতেও যাতে দর্শনার্থীরা অবাধে পুজােমণ্ডপে প্রবেশ করতে না পারে তার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অজয় কুমার দে ৷ প্রশাসন যাতে কঠোর হাতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আদালতের কাছে সেই আর্জি জানানো হয়েছে । আগামীকাল বা পরশু মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, গতবছরও কালীপুজোয় মণ্ডপে দর্শনার্থী প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট । আদালত এবছর কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার ।

Last Updated : Nov 1, 2021, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.