কলকাতা, 25 অগস্ট: বিজেপি, কংগ্রেস ও সিপিএমের একাধিক নেতানেত্রীর নামে ফের সম্পত্তির বৃদ্ধি সংক্রান্ত এক মামলা রুজু হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ তাৎপর্যপূর্ণ হল, এই মামলায় যুক্ত হয়েছে রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, জেপি নাড্ডা, স্মৃতি ইরানি মতো বিজেপি'র কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের নাম ৷
সম্পত্তির হিসেব খতিয়ে দেখার এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার (Political Leaders Property Case in Cal HC)। সম্পত্তির বৃদ্ধি সংক্রান্ত এই মামলায় তিনি হাইকোর্টে আবেদন জানিয়েছেন, আদালত যাতে এই নেতাদের সম্পত্তি খতিয়ে দেখে ও হিসেব না মিললে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেয় ৷ প্রয়োজনে ইডি বা সিবিআই (CBI) যাতে এই নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই আবেদনও কলকাতা হাইকোর্টে করা হয়েছে (case filed against several opposition leaders in Calcutta HC) ৷
আরও পড়ুন: সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ প্রত্যাহারের আবেদন 3 তৃণমূল নেতার
ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং ও জগৎ প্রকাশ নাড্ডা ছাড়াও বিজেপি, কংগ্রেস ও সিপিএমের মোট 24 জন নেতার নাম রয়েছে এই তালিকায় ৷ নাম রয়েছে রূপা গঙ্গোপাধ্যায় ,স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, আবদুল মান্নান, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তনুময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার, সুজন চক্রবর্তীর ৷
আরও পড়ুন: 52 জনের জায়গায় 134 জনকে চাকরি, সমবায় ব্যাংকে নিয়োগে চাঞ্চল্যকর অভিযোগ
আইনজীবী রমাপ্রসাদ সরকার এদিন বলেন,"এই সমস্ত বিরোধী দলের নেতাদের সম্পত্তি, আয়-ব্যয় কী আছে তার হিসেব খতিয়ে দেখার আবেদন জানিয়েছি ৷"এর আগে রাজ্যের শাসক দলের 19 জন নেতা-মন্ত্রীর সম্পত্তির হিসাব সংক্রান্ত মামলায় ইডি'কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ।