কলকাতা, 12 জুলাই: ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়ল (Suvendu Adhikari convoy accident)। পূর্ব মেদিনীপুরের এ বার ঘটনাস্থল কলকাতার কালিকাপুর । জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতায় শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি ৷ লরির চালককে আটক করা হয়েছে ৷
সোমবার রাত বারোটা নাগাদ ইএম বাইপাসের কালিকাপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি গাড়ি । সূত্রের খবর, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উত্তরমুখী লেন দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিরোধী দলনেতার কনভয় । অভিযোগ, ঠিক সেই সময় শুভেন্দুর গাড়ি বেরিয়ে যাওয়ার পর তাঁর কনভয়ের পিছন দিকে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক । ক্ষতিগ্রস্ত হয় ওই গাড়িটির একাংশ । তবে গুরুতর জখম হননি কেউ । সঙ্গে সঙ্গে আটক করা হয় ট্রাক চালককে ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটনার পর দ্রুত তাঁর কেন্দ্রীয় নিরাপত্তায় থাকা বাহিনীর জওয়ানরা শুভেন্দু অধিকারীকে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ এবং কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টরা ।
আরও পড়ুন: শুভেন্দুর কনভয় দুর্ঘটনার তদন্তে ফরেন্সিক টিম
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুমান করা হয় মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন ওই চালক । তাঁকে আটক করে সার্ভে পার্ক থানায় নিয়ে যাওয়া হয় । সূত্রের খবর, তিনি মদ্যপ ছিলেন কি না তা জানতে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তাঁকে পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ মেলে । গোটা ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে ৷ শুরু হয়েছে তদন্ত (Car of Suvendu Adhikari`s convoy hit by speeding truck)৷