কলকাতা, 30 অগাস্ট : দ্রুতবেগে চালানোর জন্য কয়েকদিন আগে কলকাতার লাউডন স্ট্রিটে দুর্ঘটনায় পড়েছিল একটি গাড়ি ৷ গাড়িটি চালাচ্ছিল একটি রেস্তরাঁর মালিকের ছেলে । মৃত্যু হয়েছিল দুইজনের । ফের শহরে দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা ঘটল । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নিউটাউন ইকোপার্কের দুই নম্বর গেটের সামনে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি । দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন চারজন ৷
পুলিশ সূত্রে খবর, অত্যন্ত দ্রুত বেগে নিউটাউনের নারকেল বাগান মোড় থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডার ধাক্কা মারে গাড়িটি । তারপর প্রায়১২ ফুট দূরত্বে ছিটকে গিয়ে উলটে যায় গাড়িটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নিউ টাউন থানার পুলিশ ৷ একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
উল্লেখ্য, 16 অগাস্ট রাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ জাগুয়ারটি দুর্ঘটনার সময় প্রায় 135 কিমি বেগে চলছিল বলে তদন্তে জানা যায় । সেই দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় ৷ তদন্তে নেমে 17 অগাস্ট আরসালান রেস্তরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ ৷