ETV Bharat / city

ইকোপার্কের সামনে ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটে গেল গাড়ি - ইকো পার্ক

নিউটাউন ইকোপার্কের দুই নম্বর গেটের সামনে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল একটি গাড়ি । অত্যন্ত দ্রুত বেগে গাড়িটি নিউ টাউনের নারকেল বাগান মোড় থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল ৷ দুর্ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউন থানার পুলিশ ৷

দুর্ঘটনা ঘটায় এই গাড়িটি
author img

By

Published : Aug 31, 2019, 2:25 PM IST

কলকাতা, 30 অগাস্ট : দ্রুতবেগে চালানোর জন্য কয়েকদিন আগে কলকাতার লাউডন স্ট্রিটে দুর্ঘটনায় পড়েছিল একটি গাড়ি ৷ গাড়িটি চালাচ্ছিল একটি রেস্তরাঁর মালিকের ছেলে । মৃত্যু হয়েছিল দুইজনের । ফের শহরে দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা ঘটল । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নিউটাউন ইকোপার্কের দুই নম্বর গেটের সামনে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি । দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন চারজন ৷

দেখে নিন ভিডিয়ো

পুলিশ সূত্রে খবর, অত্যন্ত দ্রুত বেগে নিউটাউনের নারকেল বাগান মোড় থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডার ধাক্কা মারে গাড়িটি । তারপর প্রায়১২ ফুট দূরত্বে ছিটকে গিয়ে উলটে যায় গাড়িটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নিউ টাউন থানার পুলিশ ৷ একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

উল্লেখ্য, 16 অগাস্ট রাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ জাগুয়ারটি দুর্ঘটনার সময় প্রায় 135 কিমি বেগে চলছিল বলে তদন্তে জানা যায় । সেই দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় ৷ তদন্তে নেমে 17 অগাস্ট আরসালান রেস্তরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ ৷

কলকাতা, 30 অগাস্ট : দ্রুতবেগে চালানোর জন্য কয়েকদিন আগে কলকাতার লাউডন স্ট্রিটে দুর্ঘটনায় পড়েছিল একটি গাড়ি ৷ গাড়িটি চালাচ্ছিল একটি রেস্তরাঁর মালিকের ছেলে । মৃত্যু হয়েছিল দুইজনের । ফের শহরে দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা ঘটল । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নিউটাউন ইকোপার্কের দুই নম্বর গেটের সামনে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি । দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন চারজন ৷

দেখে নিন ভিডিয়ো

পুলিশ সূত্রে খবর, অত্যন্ত দ্রুত বেগে নিউটাউনের নারকেল বাগান মোড় থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডার ধাক্কা মারে গাড়িটি । তারপর প্রায়১২ ফুট দূরত্বে ছিটকে গিয়ে উলটে যায় গাড়িটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নিউ টাউন থানার পুলিশ ৷ একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

উল্লেখ্য, 16 অগাস্ট রাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ জাগুয়ারটি দুর্ঘটনার সময় প্রায় 135 কিমি বেগে চলছিল বলে তদন্তে জানা যায় । সেই দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় ৷ তদন্তে নেমে 17 অগাস্ট আরসালান রেস্তরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ ৷

Intro:নিউটাউন ইকোপার্কের দুই নাম্বার গেটের সামনে দুর্ঘটনা ঘটল। ডিভাইডার এ ধাক্কা মেরে উল্টে গেল একটি volkswagen গাড়ি। এই পথদুর্ঘটনায় আশঙ্কাজনক গাড়ির ভেতরে থাকা যাত্রী।গাড়িতে চার জন ছিল বলে জানা গিয়েছে।

Body:পুলিশ সূত্রে খবর অত্যন্ত দ্রুত বেগে নিউটাউন নারকেল বাগান মোড় থেকে চিনারপার্ক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডার ধাক্কা মারে ওই গাড়ি। এর পর গীতিবেগের দরুন ১০ থেকে ১২ ফুট দূরে ছিটকে গিয়ে উল্টে যায়।গাড়িতে সেই সময় ৪ জন ছিল। পুলিশ আহত একজনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা এবং কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.