ETV Bharat / city

Bengal Recruitment Scam: কলেজে নিয়োগেও দুর্নীতির অভিযোগ, তথ্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা - ED

কলেজে নিয়োগেও দুর্নীতির (CSC Recruitment) অভিযোগ উঠেছে ৷ চাকরি প্রার্থীদের সংগঠনের তরফে তথ্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ৷ যাঁরা বঞ্চিত, তাঁদের থেকে তথ্য চাওয়া হয়েছে ৷

candidates-send-message-to-other-to-unit-against-college-recruitment-corruption
Bengal Recruitment Scam: কলেজে নিয়োগেও দুর্নীতির অভিযোগ, তথ্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা
author img

By

Published : Aug 2, 2022, 9:32 PM IST

কলকাতা, 2 অগস্ট : এসএসসি-তে নিয়োগ নিয়োগ নিয়ে দুর্নীতির (Bengal SSC Recruitment Scam) অভিযোগে তদন্ত করছে সিবিআই (CBI) ও ইডি (ED) ৷ অভিযোগ উঠেছে, কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) নিয়োগে দুর্নীতি নিয়েও ৷ তাই এই নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে, তাহলে তা নথিবদ্ধ করার কাজ করতে চাইছে সিএসসি চাকরিপ্রার্থীদের সংগঠন ৷

সেই কারণে তাঁদের তরফে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে একটি বার্তা ৷ যেখানে দেওয়া রয়েছে একটি ইমেল আইডি ৷ ওই আইডি-তে যাবতীয় প্রমাণ-সহ তথ্য পাঠাতে বলা হয়েছে ৷ যাঁরা তথ্য পাঠাবেন, তাঁদের নাম-পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে ওই বার্তায় ৷

এই নিয়ে 2018 সিএসসি এম্প্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশনের সম্পাদক বিনয়কৃষ্ণ পাল বলেন, ‘‘এসএসসি-র মতো সারা রাজ্যজুড়ে কলেজ সার্ভিস কমিশনেও যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই বিষয় আবারও মামলা করা হবে । বহু বঞ্চিত প্রার্থীকে চিহ্নিত করা গেলেও এখনও অনেকেই চিহ্নিত করা যায়নি ৷ তাই তাঁদের সকলকে এবার একত্রিত করতেই এই মেসেজটি চারিদিকে প্রচার করা হচ্ছে ।’’

তিনি আরও বলেন, "2018 পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তার শিকার হাজার হাজার প্রার্থী। যাঁরা আর চাকরি পাননি । ওই সময় মেধা তালিকাভুক্ত যোগ্য প্রার্থীরা চাকরি পাননি । স্বজনপোষণ এবং দুর্নীতি করে অযোগ্য ছাত্রছাত্রীরা আজ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা হয়ে বসে রয়েছেন । তাই 2020 সাল থেকে লাগাতার দরজায় দরজায় ঘুরেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার চিঠি দিয়েছি । কিন্তু কোনও লাভ হয়নি । তাই আমাদের আন্দোলনকে আরও জোরদার করতে এবং যাতে সব বঞ্চিত অথচ যোগ্য প্রার্থীরা চাকরি পায়, তাই আবারও আমরা আদালতের দারস্থ হব ।"

candidates send message to other to unit against college recruitment corruption
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তা

তিনি জানান, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের নম্বর, কোন কলেজে চাকরি পেয়েছেন, তাদের কলেজে পড়ানোর আদৌ যোগ্যতা আছে কি না, এই সব তথ্য কমিশন প্রকাশ করেনি ।

2018 সিএসসি এম্প্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশনের সম্পাদক বিনয়কৃষ্ণ পালের বক্তব্য

অঙ্কে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া পলাশ মণ্ডল বললেন, "অঙ্ক ও সাঁওতালি বিষয়ে মেধা তালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগ করেছে কমিশন । সমগ্র নিয়োগ প্রক্রিয়া সকলকে অন্ধকারে রেখে সম্পন্ন হয়েছে, ফলে আমাদের দৃঢ় বিশ্বাস নিয়োগে শ্বেতপত্র প্রকাশিত হলে এমন বহু দৃষ্টান্ত বেরিয়ে আসবে ।"

আরও পড়ুন : Sujan Chakraborty: 'মহিলা ঠিকই করেছেন', পার্থকে জুতো মারার ঘটনায় প্রতিক্রিয়া সুজনের

কলকাতা, 2 অগস্ট : এসএসসি-তে নিয়োগ নিয়োগ নিয়ে দুর্নীতির (Bengal SSC Recruitment Scam) অভিযোগে তদন্ত করছে সিবিআই (CBI) ও ইডি (ED) ৷ অভিযোগ উঠেছে, কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) নিয়োগে দুর্নীতি নিয়েও ৷ তাই এই নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে, তাহলে তা নথিবদ্ধ করার কাজ করতে চাইছে সিএসসি চাকরিপ্রার্থীদের সংগঠন ৷

সেই কারণে তাঁদের তরফে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে একটি বার্তা ৷ যেখানে দেওয়া রয়েছে একটি ইমেল আইডি ৷ ওই আইডি-তে যাবতীয় প্রমাণ-সহ তথ্য পাঠাতে বলা হয়েছে ৷ যাঁরা তথ্য পাঠাবেন, তাঁদের নাম-পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে ওই বার্তায় ৷

এই নিয়ে 2018 সিএসসি এম্প্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশনের সম্পাদক বিনয়কৃষ্ণ পাল বলেন, ‘‘এসএসসি-র মতো সারা রাজ্যজুড়ে কলেজ সার্ভিস কমিশনেও যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই বিষয় আবারও মামলা করা হবে । বহু বঞ্চিত প্রার্থীকে চিহ্নিত করা গেলেও এখনও অনেকেই চিহ্নিত করা যায়নি ৷ তাই তাঁদের সকলকে এবার একত্রিত করতেই এই মেসেজটি চারিদিকে প্রচার করা হচ্ছে ।’’

তিনি আরও বলেন, "2018 পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তার শিকার হাজার হাজার প্রার্থী। যাঁরা আর চাকরি পাননি । ওই সময় মেধা তালিকাভুক্ত যোগ্য প্রার্থীরা চাকরি পাননি । স্বজনপোষণ এবং দুর্নীতি করে অযোগ্য ছাত্রছাত্রীরা আজ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা হয়ে বসে রয়েছেন । তাই 2020 সাল থেকে লাগাতার দরজায় দরজায় ঘুরেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার চিঠি দিয়েছি । কিন্তু কোনও লাভ হয়নি । তাই আমাদের আন্দোলনকে আরও জোরদার করতে এবং যাতে সব বঞ্চিত অথচ যোগ্য প্রার্থীরা চাকরি পায়, তাই আবারও আমরা আদালতের দারস্থ হব ।"

candidates send message to other to unit against college recruitment corruption
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তা

তিনি জানান, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের নম্বর, কোন কলেজে চাকরি পেয়েছেন, তাদের কলেজে পড়ানোর আদৌ যোগ্যতা আছে কি না, এই সব তথ্য কমিশন প্রকাশ করেনি ।

2018 সিএসসি এম্প্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশনের সম্পাদক বিনয়কৃষ্ণ পালের বক্তব্য

অঙ্কে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া পলাশ মণ্ডল বললেন, "অঙ্ক ও সাঁওতালি বিষয়ে মেধা তালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগ করেছে কমিশন । সমগ্র নিয়োগ প্রক্রিয়া সকলকে অন্ধকারে রেখে সম্পন্ন হয়েছে, ফলে আমাদের দৃঢ় বিশ্বাস নিয়োগে শ্বেতপত্র প্রকাশিত হলে এমন বহু দৃষ্টান্ত বেরিয়ে আসবে ।"

আরও পড়ুন : Sujan Chakraborty: 'মহিলা ঠিকই করেছেন', পার্থকে জুতো মারার ঘটনায় প্রতিক্রিয়া সুজনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.