ETV Bharat / city

THE Impact Rankings 2022 : টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর - টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়

দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির প্রথম দশের মধ্যে আবারও জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় । 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর সমীক্ষায় সবক'টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University has been ranked first in the country) ।

THE Impact Rankings
টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Apr 28, 2022, 9:00 PM IST

কলকাতা, 28 এপ্রিল : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক । 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর সমীক্ষার ভিত্তিতে বৃদ্ধি ও মান উন্নয়নের মাপকাঠিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (THE Impact Rankings 2022) । সমীক্ষার রিপোর্ট সামনে আসার পরেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সমীক্ষাটি দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালগুলিকে নিয়ে করা হয়েছিল । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির মাপকাঠির বিচারে বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 14 নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

  • Glad to learn that the
    Calcutta University has been ranked 1st in India among all Central and State aided public Universities and Institutes by Times Higher Education Impact Ranking 2022. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

এর আগেও বহু সম্মান এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে । কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) 2021-এর তালিকাতেও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চার নম্বরে স্থান করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । ওই বছরই অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিচারে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছিল কলকাতা । পাশাপাশি 'কিউএস এমপ্লয়বিলিটি 2022’ এর বিচারেও প্রথম 20টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম স্থানে অধিকার করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

কলকাতা, 28 এপ্রিল : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক । 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর সমীক্ষার ভিত্তিতে বৃদ্ধি ও মান উন্নয়নের মাপকাঠিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (THE Impact Rankings 2022) । সমীক্ষার রিপোর্ট সামনে আসার পরেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সমীক্ষাটি দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালগুলিকে নিয়ে করা হয়েছিল । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির মাপকাঠির বিচারে বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 14 নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

  • Glad to learn that the
    Calcutta University has been ranked 1st in India among all Central and State aided public Universities and Institutes by Times Higher Education Impact Ranking 2022. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

এর আগেও বহু সম্মান এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে । কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) 2021-এর তালিকাতেও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চার নম্বরে স্থান করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । ওই বছরই অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিচারে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছিল কলকাতা । পাশাপাশি 'কিউএস এমপ্লয়বিলিটি 2022’ এর বিচারেও প্রথম 20টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম স্থানে অধিকার করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.