কলকাতা, ২২ অক্টোবর : B.Com-এর চূড়ান্ত সেমেস্টারের ফলপ্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় । আজ B.Com-এর ষষ্ঠ সেমেস্টারের সঙ্গে B.Com পার্ট-থ্রি অর্থাৎ চূড়ান্ত বর্ষের ফল প্রকাশও করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অনার্স ও জেনেরালের ফলাফল ।
B.Com-এর ষষ্ঠ সেমেস্টারের 16 হাজার 960 জন পড়ুয়ার ফলপ্রকাশ করা হয়েছে অনার্স ক্যাটাগরিতে । জেনেরাল ক্যাটাগরিতে 5 হাজার 100 জন পড়ুয়ার ফল প্রকাশ করা হয়েছে । গ্রেড পয়েন্টের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেমেস্টার পড়ুয়াদের । B.Com-এর বার্ষিক পদ্ধতিতে পার্ট-থ্রি-র পড়ুয়ারাই শেষ ব্যাচ । তাঁদের ফলাফলও প্রকাশিত হয়েছে ।
B.Com অনার্স পার্ট-থ্রি-র পরীক্ষায় অংশ নিয়েছিলেন 5 হাজার 798 জন পড়ুয়া । তাঁদের মধ্যে 274 জন পড়ুয়া ফার্স্ট ক্লাস পেয়েছেন । 3 হাজার 290 জন পড়ুয়া সেকেন্ড ক্লাস পেয়েছেন । এই বছর মোট সফলতার হার 91.77 শতাংশ । জেনেরাল ক্যাটাগরিতে 6 হাজার 13 জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে । পাশের হার 87.83 শতাংশ ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "B.A, B.Sc অনার্স ও জেনেরালের পার্ট-থ্রির ফলাফল 23 অক্টোবর প্রকাশিত হবে ।"