কলকাতা, 20 সেপ্টেম্বর : আবারও সব কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আগামীকাল রাজাবাজার সায়েন্স কলেজের ক্যাম্পাসে অধ্যক্ষদের সঙ্গে এই বৈঠক করতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিসকুমার চট্টোপাধ্যায় । সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চাইলে ওপেন-বুক পদ্ধতিতে পরীক্ষা নিতে পারে । কিন্তু, তা 2-3 ঘণ্টা সময়ের মধ্যে নিতে হবে । UGC-র সেই নির্দেশ মেনে কী করে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করতেই আগামীকালের এই বৈঠক করা হবে বলে জানা গেছে ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কিছু বিষয়ের পরীক্ষা দুই ঘণ্টা এবং কিছু বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা হতে পারে । উত্তরপত্র আপলোড করার জন্য অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া যেতে পারে । শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষার্থীদের দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়া হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে সেই উত্তরগুলি আপলোড করার জন্য । আগে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রশ্নপত্র পাওয়া থেকে শুরু করে উত্তর দেওয়া ও তা অনলাইন অথবা অফলাইন মাধ্যমে জমা করার জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল।
UGC-র নির্দেশের পর পরীক্ষা পদ্ধতি পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে । সেই সিদ্ধান্ত নিয়েই এবার কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে, আগামীকালের বৈঠক ভার্চুয়াল নয় । সশরীরে হবে । কোরোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে তাই সারাদিন একাধিক ভাগে এই বৈঠক করা হবে । দক্ষিণ কলকাতার একটি কলেজের অধ্যক্ষ বলেন, "তিন থেকে চারটি দফায় বৈঠক করা হবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।"
আরও পড়ুন : পরীক্ষার জন্য 24 ঘণ্টা সময় নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ UGC-র
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক পদস্থ আধিকারিক বলেন, "ওই বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ 150টি কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তাঁদের মতামত জানাবেন এবং সেই অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা মেকানিজ়ম ঠিক করা হবে ।" মধ্য কলকাতার একটি কলেজের অধ্যক্ষ বলেন, "একটা অংশের পড়ুয়ারা, বিশেষত প্রান্তিক অঞ্চলে যারা থাকেন তাঁরা ইন্টারনেট ক্যানেক্টিভিটি নিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন । তাঁরা হয়ত আধ ঘণ্টার মধ্যে উত্তরপত্র আপলোড করতেও পারবেন না । আমরা তাঁদের কলেজে এসে সশরীরে পরীক্ষা দেওয়ার জন্য বলতে পারি ।"
কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তরের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে আগেই । সেই অনুযায়ী, 1-8 অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা । 30 অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে ফলাফল ।