কলকাতা, 9 জুলাই : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ (Upper Primary Teachers Recruitment) প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । ফলে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ এবং তার পরবর্তী নিয়োগের যে প্রক্রিয়া, তাতে আর কোনও বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) সামনে । তবে বেশ কিছু শর্ত মানতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ।
আদালতের নির্দেশ, প্রত্যেক ভুক্তভোগী চাকরিপ্রার্থীকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে নিজের অভিযোগ দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনের কাছে । প্রত্যেক অভিযোগকারীর বক্তব্য ব্যক্তিগতভাবে শুনবে স্কুল সার্ভিস কমিশন এবং তার ফলাফল কী হল তাদেরকে ব্যক্তিগতভাবে জানাতে হবে কমিশনকে ।
আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে আপাতত সিবিআই তদন্ত নয়, রায় কলকাতা হাইকোর্টের
স্কুল সার্ভিস কমিশনকে পুরো প্রক্রিয়া 12 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । একই সঙ্গে আদালতের তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, পরেরবার উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে এবারের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা ভুক্তভোগী, তাঁদের চাকরির বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যায় কি না, সেটা বিবেচনা করে দেখুক রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন ।
আজ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানান, নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও একই রকম ভুল করেছে স্কুল সার্ভিস কমিশন । বহু প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অনেক বেশি নম্বর রয়েছে । তাঁরা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে আপলোড করেছে । তা সত্ত্বেও তাঁদের ডকুমেন্টস আপলোড হয়নি ৷ ইন্টারভিউ লিস্টে নাম ওঠেনি । অনেকের টেটের ওয়েটেজ বাড়িয়ে সুযোগ করে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : নেতাদের কোন্দল না থামলে বঙ্গ-বিজেপিতে শক্তিক্ষয়ের আশঙ্কা
যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে মামলাকারীদের এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করা হয় । তারপরই বিচারপতি ওই নির্দেশ দিয়েছেন ।