ETV Bharat / city

Partha Chatterjee: পার্থর চিকিৎসা কমান্ড হাসপাতালে নয় কেন ? ইডি-র আবেদনে হাইকোর্টে জরুরি শুনানি বিকেলেই - কলকাতা হাইকোর্ট

এসএসকেএম (SSKM Hospital) নয়, কমান্ড হাসপাতালে (Command Hospital) পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) চিকিৎসা করাতে চায় ইডি (ED) ৷ তাদের আবেদনের ভিত্তিতেই রবিবার বিকেল 4টেয় জরুরি শুনানি হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ দাবি সূত্রের ৷

Calcutta High Court urgent hearing on Partha Chatterjee treatment at Command Hospital
Partha Chatterjee: পার্থর চিকিৎসা কমান্ড হাসপাতালে নয় কেন ? ইডি-এর আবেদনে জরুরি শুনানি আজ বিকেলেই
author img

By

Published : Jul 24, 2022, 2:16 PM IST

কলকাতা, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কেন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসা করানোর নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক ? এই প্রশ্ন তুলে নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিল ইডি (Enforcement Directorate) ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চে এই আবেদন জানিয়েছিল তারা ৷ তারই প্রেক্ষিতে রবিবার বিকেল 4টেয় বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে ইডি (ED)-র এই আবেদনের শুনানি হতে পারে বলে দাবি সূত্রের ৷ যদিও নিয়ম অনুযায়ী, এখনও পর্যন্ত মামলার শুনানি সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি ৷

উল্লেখ্য, শনিবার সকালে পার্থকে গ্রেফতার করে ইডি ৷ তারপর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, গ্রেফতারির আগে থেকেই জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পার্থ ৷ এই প্রেক্ষাপটে ব্যাঙ্কশাল আদালতে ইডি জানিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের যদি কোনওরকম চিকিৎসার প্রয়োজন হয়, তার জন্য তাঁকে কমান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে যাওয়া যেতে পারে ৷ সেখানে তাঁর চিকিৎসায় কোনও ত্রুটি রাখা হবে না ৷ কিন্তু, নিম্ন আদালতের বিচারক ইডি-র আবেদন খারিজ করে পার্থকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, এর আগেও বহুবার বহু নেতা, মন্ত্রী যখনই কোনও কারণে গ্রেফতার হয়েছেন, তারপরই অসুস্থ হয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি থেকেছেন ৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷

আরও পড়ুন: Arpita Mukherjee: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ

পার্থর ক্ষেত্রে ইডি-এর বক্তব্য হল, নিম্ন আদালতের নির্দেশে পদ্ধতিগত ত্রুটি রয়েছে ৷ বস্তুত, শনিবারই এই নির্দেশের বিরোধিতায় হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল ইডি ৷ কিন্তু, তাতে প্রধান বিচারপতি সাড়া দেননি ৷ তাই রবিবার সকালে ফের একই আবেদন করা হয় ৷ তারই ভিত্তিতে শেষমেশ জরুরি ভিত্তিতে এই আবেদনের শুনানিতে সায় দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

কলকাতা, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কেন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসা করানোর নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক ? এই প্রশ্ন তুলে নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিল ইডি (Enforcement Directorate) ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চে এই আবেদন জানিয়েছিল তারা ৷ তারই প্রেক্ষিতে রবিবার বিকেল 4টেয় বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে ইডি (ED)-র এই আবেদনের শুনানি হতে পারে বলে দাবি সূত্রের ৷ যদিও নিয়ম অনুযায়ী, এখনও পর্যন্ত মামলার শুনানি সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি ৷

উল্লেখ্য, শনিবার সকালে পার্থকে গ্রেফতার করে ইডি ৷ তারপর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, গ্রেফতারির আগে থেকেই জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পার্থ ৷ এই প্রেক্ষাপটে ব্যাঙ্কশাল আদালতে ইডি জানিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের যদি কোনওরকম চিকিৎসার প্রয়োজন হয়, তার জন্য তাঁকে কমান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে যাওয়া যেতে পারে ৷ সেখানে তাঁর চিকিৎসায় কোনও ত্রুটি রাখা হবে না ৷ কিন্তু, নিম্ন আদালতের বিচারক ইডি-র আবেদন খারিজ করে পার্থকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, এর আগেও বহুবার বহু নেতা, মন্ত্রী যখনই কোনও কারণে গ্রেফতার হয়েছেন, তারপরই অসুস্থ হয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি থেকেছেন ৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷

আরও পড়ুন: Arpita Mukherjee: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ

পার্থর ক্ষেত্রে ইডি-এর বক্তব্য হল, নিম্ন আদালতের নির্দেশে পদ্ধতিগত ত্রুটি রয়েছে ৷ বস্তুত, শনিবারই এই নির্দেশের বিরোধিতায় হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল ইডি ৷ কিন্তু, তাতে প্রধান বিচারপতি সাড়া দেননি ৷ তাই রবিবার সকালে ফের একই আবেদন করা হয় ৷ তারই ভিত্তিতে শেষমেশ জরুরি ভিত্তিতে এই আবেদনের শুনানিতে সায় দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.