ETV Bharat / city

Jhalda Congress Councillor Murder Case : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পুলিশের কেস ডায়েরি তলব হাইকোর্টের

নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে নিরাপত্তা দেওয়ার নির্দেশও এদিন পুলিশকে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Tapan Kandu murder case in Calcutta High Court) ৷

tapan kandu murder case
কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পুলিশের কেস ডায়েরি তলব হাইকোর্টের
author img

By

Published : Mar 29, 2022, 4:40 PM IST

কলকাতা, 29 মার্চ: পুরুলিয়ার ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুলিশের কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders police to submit case diary in Tapan Kandu murder case)। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, আগামী শুক্রবার আদালতের দ্বিতীয়ার্ধে মামলার শুনানির সময় ওই কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে ৷ পাশাপাশি, নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ও ভাইপো মিঠুন কান্দুকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ এদিন পুরুলিয়ার এসপিকে দিয়েছে হাইকোর্ট ৷

মঙ্গলবার এই মামলার শুনানিতে (Tapan Kandu murder case in Calcutta High Court) মামলাকারী পূর্ণিমা কান্দুর তরফে আইনজীবী কৌস্তব বাগচী আদালতে বলেন, "ঝালদা থানার আইসি যিনি এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তার বিরুদ্ধে এখনও পুলিশ ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু করেনি ।" তখন বিচারপতি মান্থা জানান, যে কোনও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আগে ন্যূনতম প্রমাণপত্র প্রয়োজন হয় । এরপরেই আদালতে উপস্থিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বিচারপতি নির্দেশ দেন, ঝালদা থানা এই ঘটনায় এখনও পর্যন্ত এই কী তদন্ত করেছে পুলিশের সেই কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে

আরও পড়ুন : সিবিআইয়ের মুখোমুখি হতে হবে অনুব্রতকে, খারিজ রক্ষাকবচের আবেদন

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে । কিন্তু মামলাকারী আইনজীবী অভিযোগ করেন, ঝালদা থানার আইসি যিনি তপনকে কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নিরন্তর ভয় দেখাচ্ছিলেন তার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর বক্তব্য, ঝালদার পুলিশ নিজেরা এই চক্রান্তে যুক্ত থেকে তাঁর স্বামীকে মেরেছে । 13 মার্চ তপন কান্দু খুন হয়ে যাওয়ার পর এতদিন হয়ে গেলেও কেন উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে তাঁর পরিবার ৷

কলকাতা, 29 মার্চ: পুরুলিয়ার ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুলিশের কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders police to submit case diary in Tapan Kandu murder case)। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, আগামী শুক্রবার আদালতের দ্বিতীয়ার্ধে মামলার শুনানির সময় ওই কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে ৷ পাশাপাশি, নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ও ভাইপো মিঠুন কান্দুকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ এদিন পুরুলিয়ার এসপিকে দিয়েছে হাইকোর্ট ৷

মঙ্গলবার এই মামলার শুনানিতে (Tapan Kandu murder case in Calcutta High Court) মামলাকারী পূর্ণিমা কান্দুর তরফে আইনজীবী কৌস্তব বাগচী আদালতে বলেন, "ঝালদা থানার আইসি যিনি এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তার বিরুদ্ধে এখনও পুলিশ ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু করেনি ।" তখন বিচারপতি মান্থা জানান, যে কোনও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আগে ন্যূনতম প্রমাণপত্র প্রয়োজন হয় । এরপরেই আদালতে উপস্থিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বিচারপতি নির্দেশ দেন, ঝালদা থানা এই ঘটনায় এখনও পর্যন্ত এই কী তদন্ত করেছে পুলিশের সেই কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে

আরও পড়ুন : সিবিআইয়ের মুখোমুখি হতে হবে অনুব্রতকে, খারিজ রক্ষাকবচের আবেদন

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে । কিন্তু মামলাকারী আইনজীবী অভিযোগ করেন, ঝালদা থানার আইসি যিনি তপনকে কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নিরন্তর ভয় দেখাচ্ছিলেন তার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর বক্তব্য, ঝালদার পুলিশ নিজেরা এই চক্রান্তে যুক্ত থেকে তাঁর স্বামীকে মেরেছে । 13 মার্চ তপন কান্দু খুন হয়ে যাওয়ার পর এতদিন হয়ে গেলেও কেন উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে তাঁর পরিবার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.