ETV Bharat / city

Ekbalpur Mominpur Case: মোমিনপুরের ঘটনায় সিট গঠনের নির্দেশ, এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট

একবালপুর-মোমিনপুরের ঘটনায় (Ekbalpur Mominpur Case) সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি এনআইএ (NIA) তদন্ত হবে কি না, সেই সিদ্ধান্ত কেন্দ্র নেবে বলে জানিয়েছে আদালত ৷

calcutta-high-court-ordered-to-form-sit-in-ekbalpur-mominpur-case
Ekbalpur Mominpur Case: মোমিনপুরের ঘটনায় সিট গঠনের নির্দেশ, এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট
author img

By

Published : Oct 12, 2022, 6:45 PM IST

কলকাতা, 12 অক্টোবর : একবালপুর-মোমিনপুরের ঘটনায় (Ekbalpur Mominpur Case) বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বুধবার বিচারপতি জয়মাল্য় বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি রাজ্য সরকারকেও অবিলম্বে কেন্দ্রকে এই ঘটনার রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছে আদালত ৷ যাতে এই ঘটনায় এনআইএ (NIA) তদন্ত নিয়ে কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ৷

প্রসঙ্গত, এই ঘটনায় রাজ্য কী ব্যবস্থা গ্রহণ করেছে, বুধবার সকালেই রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । আদালতের দ্বিতীয়ার্ধে রাজ্যের আইনজীবী তালে সিদ্দিকী জানান, ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়েছে ।

মামলাকারীদের অভিযোগ ছিল, পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি । সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) নষ্ট নিয়ে আশঙ্কা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ পাশাপাশি পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি । বিস্ফোরক উদ্ধার হয়েছে । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-কে ইনফর্ম করা হয়নি ।

সেই কারণে এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা লাগানো ও ফুটেজ সংরক্ষণের দাবি তোলা হয় ৷ এলাকার তফশিলি জাতির মানুষরা নিরাপত্তাহীনতার শিকার বলেও অভিযোগ করা হয়েছে ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে একটা প্রাথমিক রিপোর্ট রাজ্য দিয়েছে আদালতে । রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পাঁচটি এফআইআর হয়েছে । 42 জনকে গ্রেফতার করা গিয়েছে ৷ 15টি তাজা বোমা, এছাড়া অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় ।পুলিশ তদন্ত করছে । ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে । বিস্ফোরক উদ্ধার সংক্রান্ত এনআইএ আইনে তিনটি অভিযোগ দায়ের হয়েছে ৷

এদিন আদালত অবিলম্বে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে ৷ যাতে এনআইএ তদন্ত নিয়ে কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ৷ এদিন আদালতে রাজ্যের আইনজীবী সিদ্দিকী জানিয়েছেন, একবালপুর থানার অফিসার ইতিমধ্যেই গোপন তথ্য সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছে ।

তারপরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, কেন্দ্রই ঠিক করবে এই ঘটনায় এনআইএ তদন্ত প্রয়োজন আছে কি না ৷ এই মুহূর্তে রাজ্যের কোনও উচ্চতর তদন্তকারী সংস্থার দ্বারা তদন্তের প্রয়োজন বলেও মনে করছে আদালত । তাই রাজ্য পুলিশের বিশেষ টিমকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের ।

এই নিয়ে আদালতের নির্দেশ, কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির তত্ত্ববধানে তদন্ত হবে ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে ৷ পুলিশ পিকেট বসিয়ে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ এলাকাছাড়াদের অবিলম্বে ফেরানোর ব্যবস্থা করতে হবে ৷ নালসা স্কিমে ক্ষতিপূরণ দিতে হবে ৷ সাধারণ মানুষকেও এলাকার শান্তি ফেরাতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ৷ তবে আদালত জানিয়েছে, আপাতত কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নিরাপত্তার প্রয়োজন নেই ।

আরও পড়ুন : একবালপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বেলা 2টোর মধ্যে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 12 অক্টোবর : একবালপুর-মোমিনপুরের ঘটনায় (Ekbalpur Mominpur Case) বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বুধবার বিচারপতি জয়মাল্য় বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি রাজ্য সরকারকেও অবিলম্বে কেন্দ্রকে এই ঘটনার রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছে আদালত ৷ যাতে এই ঘটনায় এনআইএ (NIA) তদন্ত নিয়ে কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ৷

প্রসঙ্গত, এই ঘটনায় রাজ্য কী ব্যবস্থা গ্রহণ করেছে, বুধবার সকালেই রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । আদালতের দ্বিতীয়ার্ধে রাজ্যের আইনজীবী তালে সিদ্দিকী জানান, ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়েছে ।

মামলাকারীদের অভিযোগ ছিল, পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি । সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) নষ্ট নিয়ে আশঙ্কা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ পাশাপাশি পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি । বিস্ফোরক উদ্ধার হয়েছে । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-কে ইনফর্ম করা হয়নি ।

সেই কারণে এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা লাগানো ও ফুটেজ সংরক্ষণের দাবি তোলা হয় ৷ এলাকার তফশিলি জাতির মানুষরা নিরাপত্তাহীনতার শিকার বলেও অভিযোগ করা হয়েছে ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে একটা প্রাথমিক রিপোর্ট রাজ্য দিয়েছে আদালতে । রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পাঁচটি এফআইআর হয়েছে । 42 জনকে গ্রেফতার করা গিয়েছে ৷ 15টি তাজা বোমা, এছাড়া অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় ।পুলিশ তদন্ত করছে । ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে । বিস্ফোরক উদ্ধার সংক্রান্ত এনআইএ আইনে তিনটি অভিযোগ দায়ের হয়েছে ৷

এদিন আদালত অবিলম্বে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে ৷ যাতে এনআইএ তদন্ত নিয়ে কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ৷ এদিন আদালতে রাজ্যের আইনজীবী সিদ্দিকী জানিয়েছেন, একবালপুর থানার অফিসার ইতিমধ্যেই গোপন তথ্য সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছে ।

তারপরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, কেন্দ্রই ঠিক করবে এই ঘটনায় এনআইএ তদন্ত প্রয়োজন আছে কি না ৷ এই মুহূর্তে রাজ্যের কোনও উচ্চতর তদন্তকারী সংস্থার দ্বারা তদন্তের প্রয়োজন বলেও মনে করছে আদালত । তাই রাজ্য পুলিশের বিশেষ টিমকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের ।

এই নিয়ে আদালতের নির্দেশ, কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির তত্ত্ববধানে তদন্ত হবে ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে ৷ পুলিশ পিকেট বসিয়ে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ এলাকাছাড়াদের অবিলম্বে ফেরানোর ব্যবস্থা করতে হবে ৷ নালসা স্কিমে ক্ষতিপূরণ দিতে হবে ৷ সাধারণ মানুষকেও এলাকার শান্তি ফেরাতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ৷ তবে আদালত জানিয়েছে, আপাতত কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নিরাপত্তার প্রয়োজন নেই ।

আরও পড়ুন : একবালপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বেলা 2টোর মধ্যে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.