ETV Bharat / city

Chit Fund Case: চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করতে নির্দেশ হাইকোর্টের - রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি

চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ যেখানে রাজ্যের দু’টি চিটফান্ড সংক্রান্ত মামলায় পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে ৷ আর তার পরেই এমাসের শুরুতে রাজ্য পুলিশের ডিজিকে তলব করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court has Directed State Police DG Manoj Malviya for Co-operate in Chit Fund Case
চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজি’কে সহযোগিতা করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
author img

By

Published : Sep 21, 2021, 2:22 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : চিটফান্ড সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, চিটফান্ডের মামলাগুলির শুনানির সময় যাতে রেসপন্স করা হয় ৷ আইনজীবীরা যাতে আদালতে হাজির থাকেন ৷ এই বিষয়গুলিতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল একটু নজর দিলে ভাল হয় ৷ প্রয়োজনে একজন নোডাল অফিসারকে আদালতে নিযুক্ত করার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ যিনি এই সংক্রান্ত বিষয়ের উপর নজরদারি চালাবেন ৷ আজ দু’টি বেআইনি চিটফান্ড সংস্থার মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সক্রিয় হয়েছেন ৷ আর তাই এই সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হয়েছেন তিনি ৷ কয়েক মাস ধরেই প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এই ধরনের মামলা শুনছেন ৷ কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত মামলায় অর্থলগ্নি সংস্থাগুলির আইনজীবীরা হাজির থাকছেন না ৷ রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হলে দিনের পর দিন সেই রিপোর্ট দিতে দেরি করছে সরকার ৷

আরও পড়ুন : Post Poll Violence: সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, গত মাসে একটি নির্দেশে দু’টি অর্থলগ্নি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ সেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল কারা দফতর এবং পুলিশ আধিকারিকদের ৷ কারণ, বেশিরভাগ চিটফান্ড সংস্থাক মালিকরাই বিভিন্ন জেলে বন্দি রয়েছেন ৷ কিন্তু, পুলিশ তা এখনও করে উঠতে পারেনি ৷ এর পরেই চলতি মাসের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজিকে আজ সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ মতো আজ মামলার শুনানিতে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি মনোজ মালব্য আদালতে হাজির হন ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: পিছল ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি মনোজ মালব্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘‘এই সমস্ত মামলাগুলি 2016 থেকে চলছে ৷ ফলে সমস্ত ফাইল এদিক-ওদিক হয়ে পড়ে আছে ৷ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি আদালতকে সঠিক সময়ে সঠিক কাগজপত্র পাঠানোর ৷’’ যার পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘ভুয়ো অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলাগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৷ পুলিশ ব্যবস্থা নিচ্ছে না ৷ এ ব্যাপারে আপনাদের আদালতে একজন নোডাল অফিসার নিযুক্ত করা উচিত ৷ হলফনামা জমা পড়ে না ৷ রিপোর্ট দেওয়া হয় না ৷’’

আরও পড়ুন : Amphan Relief Scam: আমফানের ত্রাণসামগ্রী পাচার মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

এর জবাবে ডিজির আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি ৷’’ তখন সেবি’র আইনজীবী বলেন, ‘‘2019 সালেই কলকাতা হাইকোর্ট এই সমস্ত মামলায় রাজ্যকে নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু রাজ্য সক্রিয় নয় বলে ব্যবস্থা গ্রহণ করেনি ৷’’ এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর নির্দেশে জানান, আগামী 21 ডিসেম্বরের মধ্যে রাজ্য কি কি পদক্ষেপ নিল, সেই ব্যাপারে রিপোর্ট দিতে হবে আদালতকে ৷ 21 ডিসেম্বর চিটফান্ড মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর : চিটফান্ড সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, চিটফান্ডের মামলাগুলির শুনানির সময় যাতে রেসপন্স করা হয় ৷ আইনজীবীরা যাতে আদালতে হাজির থাকেন ৷ এই বিষয়গুলিতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল একটু নজর দিলে ভাল হয় ৷ প্রয়োজনে একজন নোডাল অফিসারকে আদালতে নিযুক্ত করার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ যিনি এই সংক্রান্ত বিষয়ের উপর নজরদারি চালাবেন ৷ আজ দু’টি বেআইনি চিটফান্ড সংস্থার মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য, বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সক্রিয় হয়েছেন ৷ আর তাই এই সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হয়েছেন তিনি ৷ কয়েক মাস ধরেই প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এই ধরনের মামলা শুনছেন ৷ কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত মামলায় অর্থলগ্নি সংস্থাগুলির আইনজীবীরা হাজির থাকছেন না ৷ রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হলে দিনের পর দিন সেই রিপোর্ট দিতে দেরি করছে সরকার ৷

আরও পড়ুন : Post Poll Violence: সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, গত মাসে একটি নির্দেশে দু’টি অর্থলগ্নি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ সেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল কারা দফতর এবং পুলিশ আধিকারিকদের ৷ কারণ, বেশিরভাগ চিটফান্ড সংস্থাক মালিকরাই বিভিন্ন জেলে বন্দি রয়েছেন ৷ কিন্তু, পুলিশ তা এখনও করে উঠতে পারেনি ৷ এর পরেই চলতি মাসের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজিকে আজ সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ মতো আজ মামলার শুনানিতে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি মনোজ মালব্য আদালতে হাজির হন ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: পিছল ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি মনোজ মালব্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘‘এই সমস্ত মামলাগুলি 2016 থেকে চলছে ৷ ফলে সমস্ত ফাইল এদিক-ওদিক হয়ে পড়ে আছে ৷ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি আদালতকে সঠিক সময়ে সঠিক কাগজপত্র পাঠানোর ৷’’ যার পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘ভুয়ো অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলাগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৷ পুলিশ ব্যবস্থা নিচ্ছে না ৷ এ ব্যাপারে আপনাদের আদালতে একজন নোডাল অফিসার নিযুক্ত করা উচিত ৷ হলফনামা জমা পড়ে না ৷ রিপোর্ট দেওয়া হয় না ৷’’

আরও পড়ুন : Amphan Relief Scam: আমফানের ত্রাণসামগ্রী পাচার মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

এর জবাবে ডিজির আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি ৷’’ তখন সেবি’র আইনজীবী বলেন, ‘‘2019 সালেই কলকাতা হাইকোর্ট এই সমস্ত মামলায় রাজ্যকে নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু রাজ্য সক্রিয় নয় বলে ব্যবস্থা গ্রহণ করেনি ৷’’ এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর নির্দেশে জানান, আগামী 21 ডিসেম্বরের মধ্যে রাজ্য কি কি পদক্ষেপ নিল, সেই ব্যাপারে রিপোর্ট দিতে হবে আদালতকে ৷ 21 ডিসেম্বর চিটফান্ড মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.