কলকাতা, 3 নভেম্বর : পরিবেশ বান্ধব বাজির পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার উচ্চ আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷
এর আগে কলকাতা হাইকোর্টের তরফে কালীপুজো-সহ সমস্ত উৎসবে বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ কিন্তু সেই রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ তার পর পালটা মামলা হয় কলকাতা হাইকোর্টে ৷ বিশেষ কিছু জায়গায় কোনও রকম বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানানো হয় ৷
আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের
বুধবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি কেশাং ডুমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে । শুনানিতে বাজি ব্যাবসায়ীদের তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, "এটা মামলাকারীর নিজের প্রচারের জন্য করেছেন । তিনি এই মামলা করার পর ফেসবুক, ইউটিউব-সহ বিভিন্ন জায়গায় নিজের প্রচার করে বেড়াচ্ছেন । তিনি এই মামলা করে যেন সেলেব্রিটি হয়ে গিয়েছেন । এটা কোনও জনস্বার্থ মামলা হতে পারে ?"
তার পর মামলাকারীদের তরফে আইনজীবী রাচিত লাখমানি বলেন, "কিন্তু রাজ্যের বিশেষ কোনও জায়গা চিহ্নিত করা নেই, যেখানে বাজি বেচা-কেনা এবং ফাটানো যাবে ।"
আরও পড়ুন : Firecrackers Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে
বিচারপতি রাজাশেখর মান্থার, "কিন্তু উৎসব ইতিমধ্যেই শুরু হয়েছে । কোর্ট এখন নির্দেশ দিয়ে কি তার যথাযথ প্রয়োগ করতে বলতে পারে ? হাতে 24 ঘন্টাও সময় নেই ।" তাই আদালত জানায় যে পরিবেশ বান্ধব বাজিতেই সম্মতি দেয় ৷ একই সঙ্গে আদালত জানায় যে জীবন ও ব্যাবসার মধ্যে সামঞ্জস্য রাখাও জরুরি ৷ আর পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে রাজ্য সরকারের নজরদারির উপরই ভরসা রেখেছে আদালত ৷
একই সঙ্গে আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ কড়া ভাবে মানতে হবে ৷ প্রশাসনকে কড়াভাবে নজরদারি করতে হবে ৷ সব নির্দেশ ঠিকমতো মেনে চলা হল কি না, তা ছ’সপ্তাহ পরে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
আরও পড়ুন : Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের
এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "রাজ্য সমস্ত ব্যাপারে সচেতন । সেই দিকে তাকিয়েই গাইডলাইন দেওয়া হয়েছিল । সেই কারণেই মাত্র 2 ঘন্টার জন্য বাজি ফাটানোয় সম্মতি দিয়েছিল রাজ্য । সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে সব কিছুর ব্যাল্যান্স করা দরকার ৷ জীবন ও ব্যবসার মধ্যে । ব্যবসাকে বাদ দেওয়া যায় না ।"
আরও পড়ুন : Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা