ETV Bharat / city

HC Directs to the State Govt : পাঁচ ধর্ষণ-কাণ্ডে রাজ্যকে তদন্ত রিপোর্ট পেশ করতে বলল হাইকোর্ট - Calcutta HC seeks investigation report to the state in five rape incidents

রাজ্যের পাঁচ ধর্ষণ-কাণ্ডে অগ্রগতি কতদূর, রাজ্যকে সেই সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করার নির্দেশ হাইকোর্টের (Calcutta HC seeks investigation report to the state in five rape incidents)। নির্যাতিতা, তাদের পরিবার এবং ঘটনার সাক্ষীদের বাড়তি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত ৷

HC Directs to the State Govt
পাঁচ ধর্ষণ-কাণ্ডে রাজ্যকে তদন্ত রিপোর্ট পেশ করতে বলল হাইকোর্ট
author img

By

Published : Apr 19, 2022, 1:40 PM IST

Updated : Apr 19, 2022, 3:01 PM IST

কলকাতা, 19 এপ্রিল : জেলায়-জেলায় ঘটে চলা একের পর এক ধর্ষণের ঘটনায় মুখ পুড়ে চলেছে রাজ্যের ৷ হাঁসখালির ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তে গতি এনেছে সিবিআই ৷ তবে ময়নাগুড়ি, শান্তিনিকেতন, পিংলা, নেত্রা এবং নামখানার ঘটনায় তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই ৷ আর এই পাঁচ ধর্ষণ-কাণ্ডে অগ্রগতি কতদূর, রাজ্যকে সেই সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করার নির্দেশ হাইকোর্টের (Calcutta HC seeks investigation report to the state in five rape incidents) । নির্যাতিতা, তাদের পরিবার এবং ঘটনার সাক্ষীদের বাড়তি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত ৷

22 এপ্রিল অর্থাৎ শুক্রবার মামলার পরবর্তী শুনানি। ওইদিনের মধ্যেই রাজ্যকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের ৷ মামলার শুনানিতে এদিন মামলাকারী সুস্মিতা সাহা দত্ত জানান, ময়নাগুড়িতে মেয়েটিকে ধর্ষণের চেষ্টার এফআইআর দায়ের হয়েছে ৷ অভিযুক্ত মেয়েটিকে হুমকি করায় সে আত্মহত্যার চেষ্টাও করেছিল ৷ ঘটনায় নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হোক এবং ভিডিওগ্রাফি করার আবেদন করেন তিনি ৷

পাঁচ ধর্ষণ-কাণ্ডে রাজ্যকে তদন্ত রিপোর্ট পেশ করতে বলল হাইকোর্ট

আরও পড়ুন : নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ডেবরায়, ফেরার অভিযুক্ত

পিংলায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের ঘটনায় স্থানীয় কোনও প্রভাবশালী নেতা জড়িত কি না, তা খতিয়ে দেখার আবেদন জানান মামলাকারী ৷ 24 ঘণ্টার মধ্যে মেয়েদের মেডিক্যাল পরীক্ষা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখতে বলেন তিনি ৷ অন্যদিকে রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ময়নাগুড়ির ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ 'ক্যান্সেলেশন অফ বেল' আবেদন করা হয়েছে ৷ নেত্রার, নামখানা, পিংলা, শান্তিনিকেতনের ঘটনাতেও অভিযুক্তরা গ্রেফতার হয়েছে বলে জানান তিনি ৷

কলকাতা, 19 এপ্রিল : জেলায়-জেলায় ঘটে চলা একের পর এক ধর্ষণের ঘটনায় মুখ পুড়ে চলেছে রাজ্যের ৷ হাঁসখালির ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তে গতি এনেছে সিবিআই ৷ তবে ময়নাগুড়ি, শান্তিনিকেতন, পিংলা, নেত্রা এবং নামখানার ঘটনায় তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই ৷ আর এই পাঁচ ধর্ষণ-কাণ্ডে অগ্রগতি কতদূর, রাজ্যকে সেই সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করার নির্দেশ হাইকোর্টের (Calcutta HC seeks investigation report to the state in five rape incidents) । নির্যাতিতা, তাদের পরিবার এবং ঘটনার সাক্ষীদের বাড়তি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত ৷

22 এপ্রিল অর্থাৎ শুক্রবার মামলার পরবর্তী শুনানি। ওইদিনের মধ্যেই রাজ্যকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের ৷ মামলার শুনানিতে এদিন মামলাকারী সুস্মিতা সাহা দত্ত জানান, ময়নাগুড়িতে মেয়েটিকে ধর্ষণের চেষ্টার এফআইআর দায়ের হয়েছে ৷ অভিযুক্ত মেয়েটিকে হুমকি করায় সে আত্মহত্যার চেষ্টাও করেছিল ৷ ঘটনায় নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হোক এবং ভিডিওগ্রাফি করার আবেদন করেন তিনি ৷

পাঁচ ধর্ষণ-কাণ্ডে রাজ্যকে তদন্ত রিপোর্ট পেশ করতে বলল হাইকোর্ট

আরও পড়ুন : নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ডেবরায়, ফেরার অভিযুক্ত

পিংলায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের ঘটনায় স্থানীয় কোনও প্রভাবশালী নেতা জড়িত কি না, তা খতিয়ে দেখার আবেদন জানান মামলাকারী ৷ 24 ঘণ্টার মধ্যে মেয়েদের মেডিক্যাল পরীক্ষা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখতে বলেন তিনি ৷ অন্যদিকে রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ময়নাগুড়ির ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ 'ক্যান্সেলেশন অফ বেল' আবেদন করা হয়েছে ৷ নেত্রার, নামখানা, পিংলা, শান্তিনিকেতনের ঘটনাতেও অভিযুক্তরা গ্রেফতার হয়েছে বলে জানান তিনি ৷

Last Updated : Apr 19, 2022, 3:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.