ETV Bharat / city

Suvendu Adhikari: সারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি থানার তদন্ত বন্ধ হবে ? স্থগিত রায়দান - সারদা মামলা

সারদা মামলায় (Saradha case) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি থানার তদন্ত (Kontai PS investigation) বন্ধ করার দাবিতে যে মামলা হয়েছিল তার শুনানি আজ শেষ হয়েছে ৷ রায়দান আপাতত স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC reserves verdict)৷

Suvendu Adhikari
সারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি থানার তদন্ত বন্ধ হবে ? স্থগিত রায়দান
author img

By

Published : Sep 5, 2022, 7:24 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: সারদা মামলায় (Saradha case) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি থানা যে তদন্ত (Kontai PS investigation) চালাচ্ছে, তা বন্ধ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা ৷ সেই মামলার শুনানি আজ শেষ হয়েছে ৷ তবে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । শিগগিরই এই মামলার রায়দান করা হবে বলে জানা গিয়েছে (Calcutta High Court)৷

কাঁথি পৌরসভার ভবন নির্মাণে 14 কোটি টাকা দিয়েছিল বেআইনি অর্থ লগ্নি সংস্থা সারদা । সেই ঘটনায় ইতিমধ্যে কাঁথি থানার পুলিশ তদন্ত করছে । সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে । সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীরর বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন । সেই ঘটনায় সম্প্রতি তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ । অনেক ফাইল নষ্ট করে ফেলারও অভিযোগ করেছে রাজ্য পুলিশ ।

এরপরই কাঁথি থানার তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর দাবি ইতিমধ্যে সারদা চিটফান্ডের তদন্ত করছে সিবিআই । এ ক্ষেত্রে আলাদা করে স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত করতে পারে না । এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে করা বলেও দাবি করেছেন তিনি । তাই কাঁথি থানার তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করার আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।

আরও পড়ুন: আবেদনের সারবত্তা নেই, শুভেন্দুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

যদিও শুভেন্দু অধিকারীর এই দাবিকে উড়িয়ে দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল । তিনি দাবি করেছেন যে, নিয়ম মেনেই তদন্ত করছে কাঁথি থানার পুলিশ । এ দিন সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । শীঘ্রই এই মামলার রায়দান করা হবে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: সারদা মামলায় (Saradha case) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি থানা যে তদন্ত (Kontai PS investigation) চালাচ্ছে, তা বন্ধ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা ৷ সেই মামলার শুনানি আজ শেষ হয়েছে ৷ তবে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । শিগগিরই এই মামলার রায়দান করা হবে বলে জানা গিয়েছে (Calcutta High Court)৷

কাঁথি পৌরসভার ভবন নির্মাণে 14 কোটি টাকা দিয়েছিল বেআইনি অর্থ লগ্নি সংস্থা সারদা । সেই ঘটনায় ইতিমধ্যে কাঁথি থানার পুলিশ তদন্ত করছে । সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে । সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীরর বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন । সেই ঘটনায় সম্প্রতি তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ । অনেক ফাইল নষ্ট করে ফেলারও অভিযোগ করেছে রাজ্য পুলিশ ।

এরপরই কাঁথি থানার তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর দাবি ইতিমধ্যে সারদা চিটফান্ডের তদন্ত করছে সিবিআই । এ ক্ষেত্রে আলাদা করে স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত করতে পারে না । এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে করা বলেও দাবি করেছেন তিনি । তাই কাঁথি থানার তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করার আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।

আরও পড়ুন: আবেদনের সারবত্তা নেই, শুভেন্দুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

যদিও শুভেন্দু অধিকারীর এই দাবিকে উড়িয়ে দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল । তিনি দাবি করেছেন যে, নিয়ম মেনেই তদন্ত করছে কাঁথি থানার পুলিশ । এ দিন সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । শীঘ্রই এই মামলার রায়দান করা হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.