কলকাতা, 16 জুন : স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই তদন্তের (CBI Investigation in SSC Recruitment Scam) নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এই নিয়োগ নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন ওই বিচারপতি ৷ এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, "কমিশনের এক সদস্য তাঁর বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ এসব সবাই জানে । খুবই খারাপ ব্যাপার ।"
এই মামলায় আদালতের নির্দেশ ছিল, 20 মে-র মধ্যে 2016 এসএলএসটি নবম-দশমের মেধাতালিকা নম্বর ও ডিভিশন-সহ প্রকাশ করতে হবে । সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কমিশন তালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ ৷ তাই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা আদালতে জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশের নির্দেশ না থাকার পরেও এখনও তালিকা প্রকাশ করেনি এসএসসি ।
এই নিয়ে কমিশনের আইনজীবীকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । কমিশনের আইনজীবী আদালতে এলে হঠাৎই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কমিশনের সদস্যরা তাঁদের আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন । সবাই জানে এসব । তদন্তে সব সামনে আসবে ।" কমিশনের আইনজীবী সুতনু পাত্রও বলেন, "হ্যাঁ, সত্য সামনে আসাই উচিত ।"
পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম আপাতত রয়েছে সিবিআইয়ের হেফাজতে ৷ তা ব্যবহার করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন বলেই এখনও তারা কিছু করতে পারেনি । আগামী বুধবার এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে আদালতে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷