ETV Bharat / city

SSC Recruitment Scam : কমিশনের সদস্যরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন, শুনানিতে উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) ৷ সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি বৃহস্পতিবার জানান, কমিশনের সদস্যরা নিজেদের আত্মীয় স্বজনদের চাকরি পাইয়ে দিয়েছেন ৷

calcutta-hc-justice-avijit-ganguly-says-ssc-members-recruit-relatives
SSC Recruitment Scam : কমিশনের সদস্যরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন, শুনানিতে উল্লেখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
author img

By

Published : Jun 16, 2022, 5:38 PM IST

কলকাতা, 16 জুন : স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই তদন্তের (CBI Investigation in SSC Recruitment Scam) নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এই নিয়োগ নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন ওই বিচারপতি ৷ এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, "কমিশনের এক সদস্য তাঁর বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ এসব সবাই জানে । খুবই খারাপ ব্যাপার ।"

এই মামলায় আদালতের নির্দেশ ছিল, 20 মে-র মধ্যে 2016 এসএলএসটি নবম-দশমের মেধাতালিকা নম্বর ও ডিভিশন-সহ প্রকাশ করতে হবে । সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কমিশন তালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ ৷ তাই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা আদালতে জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশের নির্দেশ না থাকার পরেও এখনও তালিকা প্রকাশ করেনি এসএসসি ।

এই নিয়ে কমিশনের আইনজীবীকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । কমিশনের আইনজীবী আদালতে এলে হঠাৎই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কমিশনের সদস্যরা তাঁদের আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন । সবাই জানে এসব । তদন্তে সব সামনে আসবে ।" কমিশনের আইনজীবী সুতনু পাত্রও বলেন, "হ্যাঁ, সত্য সামনে আসাই উচিত ।"

পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম আপাতত রয়েছে সিবিআইয়ের হেফাজতে ৷ তা ব্যবহার করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন বলেই এখনও তারা কিছু করতে পারেনি । আগামী বুধবার এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে আদালতে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আরও পড়ুন : Justice Ganguly on CBI Probes : এতগুলো সিবিআই তদন্ত দিয়ে ভুল করলাম নাকি, আক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 16 জুন : স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই তদন্তের (CBI Investigation in SSC Recruitment Scam) নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এই নিয়োগ নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন ওই বিচারপতি ৷ এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, "কমিশনের এক সদস্য তাঁর বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ এসব সবাই জানে । খুবই খারাপ ব্যাপার ।"

এই মামলায় আদালতের নির্দেশ ছিল, 20 মে-র মধ্যে 2016 এসএলএসটি নবম-দশমের মেধাতালিকা নম্বর ও ডিভিশন-সহ প্রকাশ করতে হবে । সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কমিশন তালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ ৷ তাই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা আদালতে জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশের নির্দেশ না থাকার পরেও এখনও তালিকা প্রকাশ করেনি এসএসসি ।

এই নিয়ে কমিশনের আইনজীবীকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । কমিশনের আইনজীবী আদালতে এলে হঠাৎই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কমিশনের সদস্যরা তাঁদের আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন । সবাই জানে এসব । তদন্তে সব সামনে আসবে ।" কমিশনের আইনজীবী সুতনু পাত্রও বলেন, "হ্যাঁ, সত্য সামনে আসাই উচিত ।"

পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম আপাতত রয়েছে সিবিআইয়ের হেফাজতে ৷ তা ব্যবহার করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন বলেই এখনও তারা কিছু করতে পারেনি । আগামী বুধবার এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে আদালতে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আরও পড়ুন : Justice Ganguly on CBI Probes : এতগুলো সিবিআই তদন্ত দিয়ে ভুল করলাম নাকি, আক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.