কলকাতা, 29 মার্চ : ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েও স্বস্তি মিলল না স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ৷ শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় (SSC Teacher Recruitment Corruption Case) আদালতের কাছে তাঁকে সম্পত্তির হিসেব জমা দিতেই হবে ৷ এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শান্তিপ্রসাদ সিনহাকে সম্পত্তির হিসেব জমা দিতে নির্দেশ দিয়েছিল ৷ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন তিনি ৷ কিন্তু মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ (Calcutta HC Directs Former SSC Advisor to submit his Assets Details) ৷
তবে সিঙ্গল বেঞ্চের রায়ের থেকে কয়েকটা স্বস্তি দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 30 মার্চের মধ্যে শান্তিপ্রসাদ সিনহাকে সম্পত্তির হিসাব জমা দিতে বলেছিলেন ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ সেই সময়সীমা আরও পাঁচদিন বাড়িয়েছে ৷ আর তাঁকে ওই হিসেব মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করেছিল, সেই নিয়োগে কয়েকশো ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । সেই সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যেই একাধিক ব্যক্তি স্কুল শিক্ষিক হিসাবে চাকরিতে নিযুক্ত হয়েছেন । কিন্তু এই সুপারিশপত্র কে দিলেন, তা এখনও কারও কাছেই স্পষ্ট নয় । এই নিয়োগ প্রক্রিয়ায় টাকার লেনদেন হয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানে নির্দেশ দিয়েছিলেন । যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ।
স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করার জন্য একটা পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল । যে কমিটির অন্যতম সদস্য ছিলেন শান্তিপ্রসাদ সিনহা । তাঁকে একাধিকবার আদালতে ডেকে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।শান্তিপ্রসাদ আদালতে বিভিন্ন সময় আলাদা আলাদা বক্তব্য পেশ করেছেন বলে মনে করেছেন বিচারপতি । সেই কারণে গত 25 মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহার সম্পত্তির হিসাব আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন ।
ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় স্বাভাবিকভাবেই চাপে পড়লেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷