ETV Bharat / city

Calcutta HC on Panihati Councillor Murder Case : পানিহাটির কাউন্সিলর খুনে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের - পানিহাটির কাউন্সিলর খুনে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে (Councillor Anupam Dutta Murder Case) জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট ৷ আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় সিবিআই তদন্ত দাবি করে জনস্বার্থ মামলা করেছিলেন (PIL for Seeking CBI Investigation on Panihati Councillor Murder Case) ৷ সেই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Calcutta HC Directed State to File Affidavit on Panihati Councillor Murder Case
Calcutta HC Directed State to File Affidavit on Panihati Councillor Murder Case
author img

By

Published : Apr 18, 2022, 3:45 PM IST

Updated : Apr 18, 2022, 5:25 PM IST

কলকাতা, 18 এপ্রিল : পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় রাজ্যেকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Directed State to File Affidavit on Panihati Councillor Murder Case) ৷ আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটির তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন (PIL for Seeking CBI Investigation on Panihati Councillor Murder Case) ৷ প্রসঙ্গত, তপন কান্দু খুনের ঘটনায় তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দুর করা মামলায় ইতিমধ্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেখানে সিবিআই তদন্ত শুরুও করে দিয়েছে ৷ কিন্তু, পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্তভার সিআইডির হাতে রয়েছে ৷ ফলে সেই ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে আজ প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ৷ সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের কাছে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

গত 16 মার্চ সন্ধ্যায় এক দুষ্কৃতী পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মাথা লক্ষ্য করে গুলি চালায় (Councillor Anupam Dutta Murder Case) ৷ গুলি লাগা মাত্র মাটিতে লুটিয়ে পড়েন অনুপম দত্ত ৷ যে দুষ্কৃতী গুলি চালিয়েছিল, ঘটনার পর তিনি পাশের একটি ঝোপে লুকিয়ে পড়েছিলেন ৷ পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরতে ঝোপে আগুন ধরিয়ে দেন ৷ প্রাণে বাঁচতে অভিযুক্ত সেখান থেকে বেরিয়ে এলে তাঁকে ধরে ফেলা হয় ৷ পুলিশ পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে ৷ পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনায় সম্প্রতি বিহার থেকে ধনঞ্জয় কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, তিনি আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন ৷

আরও পড়ুন : PIL in Calcutta HC on Rape Case : একের পর এক ধর্ষণের ঘটনায় ফের মামলা কলকাতা হাইকোর্টে

কিন্তু, বিরোধীদের অভিযোগ রাজ্য সরকারের পুলিশ পানিহাটির কাউন্সিলর খুনে আসল সত্যকে চাপা দিচ্ছে ৷ এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে রয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা ৷ প্রসঙ্গত, একই দিনে তপন কান্দু ও অনুুপম দত্ত খুন হন ৷ তপন কান্দুর ঘটনায় সিবিআই তদন্তে একের পর এক তথ্য সামনে আসছে ৷ কিন্তু, অনুপম দত্তের মামলায় তদন্ত কতটা এগিয়েছে বা কী কারণে তাঁকে খুন হতে হল, কোনও তথ্যই জানা যায়নি ৷ ফলে এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই তদন্তের দাবি করেছিলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ৷ আজ সেই মামলার শুনানিতে এবার রাজ্যকে হলফনামা দিতে বলল আদালত ৷

কলকাতা, 18 এপ্রিল : পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় রাজ্যেকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Directed State to File Affidavit on Panihati Councillor Murder Case) ৷ আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটির তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন (PIL for Seeking CBI Investigation on Panihati Councillor Murder Case) ৷ প্রসঙ্গত, তপন কান্দু খুনের ঘটনায় তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দুর করা মামলায় ইতিমধ্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেখানে সিবিআই তদন্ত শুরুও করে দিয়েছে ৷ কিন্তু, পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্তভার সিআইডির হাতে রয়েছে ৷ ফলে সেই ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে আজ প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ৷ সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের কাছে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

গত 16 মার্চ সন্ধ্যায় এক দুষ্কৃতী পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মাথা লক্ষ্য করে গুলি চালায় (Councillor Anupam Dutta Murder Case) ৷ গুলি লাগা মাত্র মাটিতে লুটিয়ে পড়েন অনুপম দত্ত ৷ যে দুষ্কৃতী গুলি চালিয়েছিল, ঘটনার পর তিনি পাশের একটি ঝোপে লুকিয়ে পড়েছিলেন ৷ পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরতে ঝোপে আগুন ধরিয়ে দেন ৷ প্রাণে বাঁচতে অভিযুক্ত সেখান থেকে বেরিয়ে এলে তাঁকে ধরে ফেলা হয় ৷ পুলিশ পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে ৷ পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনায় সম্প্রতি বিহার থেকে ধনঞ্জয় কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, তিনি আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন ৷

আরও পড়ুন : PIL in Calcutta HC on Rape Case : একের পর এক ধর্ষণের ঘটনায় ফের মামলা কলকাতা হাইকোর্টে

কিন্তু, বিরোধীদের অভিযোগ রাজ্য সরকারের পুলিশ পানিহাটির কাউন্সিলর খুনে আসল সত্যকে চাপা দিচ্ছে ৷ এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে রয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা ৷ প্রসঙ্গত, একই দিনে তপন কান্দু ও অনুুপম দত্ত খুন হন ৷ তপন কান্দুর ঘটনায় সিবিআই তদন্তে একের পর এক তথ্য সামনে আসছে ৷ কিন্তু, অনুপম দত্তের মামলায় তদন্ত কতটা এগিয়েছে বা কী কারণে তাঁকে খুন হতে হল, কোনও তথ্যই জানা যায়নি ৷ ফলে এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই তদন্তের দাবি করেছিলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ৷ আজ সেই মামলার শুনানিতে এবার রাজ্যকে হলফনামা দিতে বলল আদালত ৷

Last Updated : Apr 18, 2022, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.