ETV Bharat / city

HC Reprimands Home Secretary: রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়োগে স্বরাষ্ট্রসচিবের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (State forensic science laboratory) নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিবের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ অবিলম্বে ফরেনসিক বিভাগে 17 জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (HC Reprimands Home Secretary)৷

calcutta-hc-angry-over-home-secretary-role-in-recruitment-of-state-forensic-science-laboratory
calcutta-hc-angry-over-home-secretary-role-in-recruitment-of-state-forensic-science-laboratory
author img

By

Published : Sep 27, 2022, 3:19 PM IST

Updated : Sep 27, 2022, 3:35 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (State forensic science laboratory) কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ দিন বিচারপতি জয়মাল্য বাগচী স্বরাষ্ট্রসচিবের কাছে জানতে চান কেন ফরেনসিক বিভাগে 17 জনের নিয়োগ এখনও হয়নি (HC Reprimands Home Secretary)। পুজোর আগেই তাঁদের নিয়োগ করতে হবে । কোনও ভাবেই দেরি করা যাবে না । 10টি পদে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ।

স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এ দিন আদালতে এসে দাবি করেন, পিএসসি-কে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 10টি পদে নিয়োগের জন্য কয়েকমাস আগেই জানানো হয়েছিল । যদিও বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় মুখোপাধ্যায় এ দিন বলেন, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননা রুল জারি করা হবে । আজই পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি আদালতকে জানাতে বলা হয় ৷ হাইকোর্টের নির্দেশ, 30 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে ।

আরও পড়ুন: গরু পাচার মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশের আর্জি, সরকারের হলফনামা তলব হাইকোর্টের

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে কি না, তা দুপুর দুটোয় ভার্চুয়াল মাধ্যমে স্বরাষ্ট্রসচিবকে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল । তারপরেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানায় । এর পর আদালতের দ্বিতীয় পর্বে স্বরাষ্ট্রসচিব জানান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ 30 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের কাজ হয়ে যাবে বলে স্বরাষ্ট্রসচিব আদালতকে জানিয়েছেন । 30 সেপ্টেম্বরের মধ্যে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তার রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

কলকাতা, 27 সেপ্টেম্বর: রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (State forensic science laboratory) কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ দিন বিচারপতি জয়মাল্য বাগচী স্বরাষ্ট্রসচিবের কাছে জানতে চান কেন ফরেনসিক বিভাগে 17 জনের নিয়োগ এখনও হয়নি (HC Reprimands Home Secretary)। পুজোর আগেই তাঁদের নিয়োগ করতে হবে । কোনও ভাবেই দেরি করা যাবে না । 10টি পদে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ।

স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এ দিন আদালতে এসে দাবি করেন, পিএসসি-কে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 10টি পদে নিয়োগের জন্য কয়েকমাস আগেই জানানো হয়েছিল । যদিও বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় মুখোপাধ্যায় এ দিন বলেন, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননা রুল জারি করা হবে । আজই পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি আদালতকে জানাতে বলা হয় ৷ হাইকোর্টের নির্দেশ, 30 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে ।

আরও পড়ুন: গরু পাচার মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশের আর্জি, সরকারের হলফনামা তলব হাইকোর্টের

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে কি না, তা দুপুর দুটোয় ভার্চুয়াল মাধ্যমে স্বরাষ্ট্রসচিবকে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল । তারপরেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানায় । এর পর আদালতের দ্বিতীয় পর্বে স্বরাষ্ট্রসচিব জানান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ 30 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের কাজ হয়ে যাবে বলে স্বরাষ্ট্রসচিব আদালতকে জানিয়েছেন । 30 সেপ্টেম্বরের মধ্যে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তার রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

Last Updated : Sep 27, 2022, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.