কলকাতা, 13 সেপ্টেম্বর: মঙ্গলবার নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) তাদের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ ৷ আক্রমণ করা হয়েছে দলীয় কার্যালয়ে ৷ এই অভিযোগ তুলে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ তাদের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ সোমবার, 19 সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Calcutta High Court seeks report from Home Secretary of WB Govt) ৷
এদিন মামলার শুনানিতে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, যাঁদের আটক করা হয়েছিল ইতিমধ্যেই তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে । তবে ভাঙচুরের জন্য প্রশাসন আইনত ব্যবস্থা নেবে । তাতে সন্মতি দেন প্রধান বিচারপতি । একই সঙ্গে প্রধান বিচারপতির নির্দেশ, অযথা যাতে কাউকে আটকে রাখা না হয়, সেদিকে নজর দিতে হবে ৷
আরও পড়ুন: লেডি কিমকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে, মমতাকে বিঁধলেন শুভেন্দু
উল্লেখ্য, নবান্ন অভিযানে যাওয়ার (BJP Nabanna Abhijan) পথে মঙ্গলবার কলকাতার পিটিএসের কাছ থেকে আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (police detain Suvendu Adhikari) ৷ তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় (Suvendu Adhikari detained by Kolkata Police) ৷ শুভেন্দুর এই আটক বেআইনি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি (Suvendu Adhikari detained) ৷
একইসঙ্গে বিজেপি অভিযোগ করে, গণতান্ত্রিক আন্দোলনের উপরে অত্যাচার করেছে পুলিশ । শন্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করা হয়েছে ৷ বিজেপি কার্যালয়ে ঢুকে লাঠিচার্জ করেছে পুলিশ ৷ এই প্রেক্ষিতে কলকাতায় বিজেপি'র রাজ্য কার্যালয়ের নিরাপত্তার দিকে নজর রাখার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ৷