ETV Bharat / city

HC on SSC Group C Case : গ্রুপ-ডির পর গ্রুপ-সি মামলাতেও অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন

author img

By

Published : Dec 14, 2021, 6:03 PM IST

এর আগে গ্রুপ-ডি মামলাতেও অস্বস্তিতে পড়েছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ৷ সেই মামলায় আদালত তদন্তের নির্দেশ দিয়েছে ৷ এবার গ্রুপ-সি মামলাতে 22 ডিসেম্বরের মধ্য়ে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (cal hc seeks affidavit from wb school service commission on group c case) ৷

cal-hc-seeks-affidavit-from-wb-school-service-commission-on-group-c-case
Cal HC on SSC Group C Case : গ্রুপ-ডির পর গ্রুপ-সি মামলাতেও অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন

কলকাতা, 14 ডিসেম্বর : গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত চলছে । এবার গ্রুপ-সি মামলায় স্কুল সার্ভিস কমিশনের অস্বস্তি আরও বাড়ল কলকাতা হাইকোর্টের নির্দেশে । স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র পেয়েই সংশ্লিষ্ট কর্মীদের গ্রুপ-সি তে নিয়োগ করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানাল মধ্যশিক্ষা পর্ষদ । পর্ষদের তরফে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে সুপারিশপত্রগুলি তাদের কাছে পাঠানো হয়েছিল ।

পর্ষদের হলফনামা দেখার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পর্ষদের হলফনামা থেকেই এই নিয়োগ নিয়ে সংশয় তৈরি হচ্ছে ।’’ তারপরই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, গ্রুপ-সি পদে কত শূন্য পদ ছিল, প্যানেল থেকে কতজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল এবং ওয়েটিং লিস্ট থেকে কতজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল 22 ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে (cal hc seeks affidavit from wb school service commission on group c case) ।

পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলা স্কুল ইনস্পেক্টরদের জানাতে হবে, তাঁরা কোথা থেকে সুপারিশপত্রগুলি পেয়েছিলেন । এছাড়া মামলাকারীরা যে প্রায় 350 জনের তালিকা আদালতকে দিয়েছে । এঁদের সমস্ত নথি এবং কোন তারিখে এঁদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় পরিষ্কার করে উল্লেখ করে আদালতে জমা দিতে হবে ৷

গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রেও নিয়োগের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও একাধিক নিয়োগ করা হয়েছে বলে দাবি করে মামলা দায়ের হয়েছিল । গ্রুপ-সি প্যানেলের নিয়োগের সময়সীমা ছিল 2019-এর 18 নভেম্বর ৷ অভিযোগ, তার পরেও কয়েকশো নিয়োগপত্র দেওয়া হয়েছে । মামলাকারীরা প্রাথমিকভাবে সাড়ে তিনশোজনের একটি তালিকা আদালতকে দিয়েছিলেন ।

ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে এঁদের নথিপত্র খতিয়ে দেখে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।

আরও পড়ুন : SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, এর আগে গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে পাঁচশোর বেশি বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তদন্ত করছে । আইনজীবীদের বক্তব্য, গ্রুপ-সি নিয়োগ মামলাও তদন্তের দিকেই এগোচ্ছে ৷ 23 ডিসেম্বর ফের শুনানি এই মামলার । সেদিন আদালত কোনও নির্দেশ দেয় কি না, সেটাই দেখার ৷

কলকাতা, 14 ডিসেম্বর : গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত চলছে । এবার গ্রুপ-সি মামলায় স্কুল সার্ভিস কমিশনের অস্বস্তি আরও বাড়ল কলকাতা হাইকোর্টের নির্দেশে । স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র পেয়েই সংশ্লিষ্ট কর্মীদের গ্রুপ-সি তে নিয়োগ করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানাল মধ্যশিক্ষা পর্ষদ । পর্ষদের তরফে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে সুপারিশপত্রগুলি তাদের কাছে পাঠানো হয়েছিল ।

পর্ষদের হলফনামা দেখার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পর্ষদের হলফনামা থেকেই এই নিয়োগ নিয়ে সংশয় তৈরি হচ্ছে ।’’ তারপরই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, গ্রুপ-সি পদে কত শূন্য পদ ছিল, প্যানেল থেকে কতজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল এবং ওয়েটিং লিস্ট থেকে কতজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল 22 ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে (cal hc seeks affidavit from wb school service commission on group c case) ।

পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলা স্কুল ইনস্পেক্টরদের জানাতে হবে, তাঁরা কোথা থেকে সুপারিশপত্রগুলি পেয়েছিলেন । এছাড়া মামলাকারীরা যে প্রায় 350 জনের তালিকা আদালতকে দিয়েছে । এঁদের সমস্ত নথি এবং কোন তারিখে এঁদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় পরিষ্কার করে উল্লেখ করে আদালতে জমা দিতে হবে ৷

গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রেও নিয়োগের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও একাধিক নিয়োগ করা হয়েছে বলে দাবি করে মামলা দায়ের হয়েছিল । গ্রুপ-সি প্যানেলের নিয়োগের সময়সীমা ছিল 2019-এর 18 নভেম্বর ৷ অভিযোগ, তার পরেও কয়েকশো নিয়োগপত্র দেওয়া হয়েছে । মামলাকারীরা প্রাথমিকভাবে সাড়ে তিনশোজনের একটি তালিকা আদালতকে দিয়েছিলেন ।

ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে এঁদের নথিপত্র খতিয়ে দেখে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।

আরও পড়ুন : SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, এর আগে গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে পাঁচশোর বেশি বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তদন্ত করছে । আইনজীবীদের বক্তব্য, গ্রুপ-সি নিয়োগ মামলাও তদন্তের দিকেই এগোচ্ছে ৷ 23 ডিসেম্বর ফের শুনানি এই মামলার । সেদিন আদালত কোনও নির্দেশ দেয় কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.