কলকাতা ১৪ সেপ্টেম্বর: হাইকোর্টের ভর্ৎসনার মুখে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী কুমার আরি। তাঁর দেওয়া শংসাপত্রে খুশি নয় আদালত । আর তাই আদালতে দাঁড়িয়েই নতুন শংসাপত্র লেখালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। পাশাপাশি সিএমওএইচকে আর্থিক জরিমানাও করল হাইকোর্ট (Calcutta High Court imposed fine on CMOH)।
রঘুনাথ ঘোষ 2010 সালে রাজনগর আনমরা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান। তাঁর দাবি বর্তমানে তিনি শারীরিক ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন। নিউরো সমস্যা তার মধ্যে অন্যতম কারণ। এমতাবস্থায় 100 কিলোমিটার অধিক পথ অতিক্রম করে তার চাকরি করতে অসুবিধা হচ্ছে । তাই তার বাসস্থান সংলগ্ন বিদ্যালয়ে স্থানান্তরের আবেদন জানান। বিষয়টি নিয়ে 2017 সালের 20 জুন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Former Education Minister Partha Chatterjee) চিটি দিয়ে তার স্থানান্তরের আবেদনও করেন। কিন্তু কোনও কাজ না হাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন রঘুনাথ ঘোষ।
বিদ্যালয়ে চাকরি সংক্রান্ত স্থানান্তরের নিয়মানুযায়ী শারীরিক সমস্যার কারণে স্থানান্তর চাইলে সেই জেলার সিএমওএইচ (CMOH)-এর শংসাপত্র লাগে। এই ক্ষেত্রে রঘুনাথ আদালতে শংসাপত্র পেশ করলেও তাতে খুশি হয়নি হাইকোর্ট (Calcutta High Court)। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বীরভূমের সিএমওএইচকে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: সোনালী চক্রবর্তীকে উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের
শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই আধিকারিককে প্রশ্ন করেন, "আপনি শংসাপত্রে মেডিক্যাল পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয় উল্লেখ করেননি। শুধুমাত্র উল্লেখ করেছেন রঘুনাথ স্থানান্তরের উপযুক্ত। এটা কি মেডিক্যাল শাংসাপত্র হিসাবে গণ্য হতে পারে?" বিচারপতির নির্দেশ দেন "আপনি (সরকারি আধিকারিক) সেই শংসাপত্র লিখুন যেটা আপনার আগেই লেখা উচিত ছিল।" বিচারপতির নির্দেশে কোর্ট অফিসার সিএমওএইচ-কে সাদা কাগজ দেন। এজলাসে দাঁড়িয়ে নতুনভাবে শাংসাপত্র লেখেন হিমাদ্রী । বিচারপতির প্রশ্ন রঘুনাথবাবুকে কোনও পরীক্ষা না করেই কেন শংসাপত্র দিয়ে দিলেন। এরপর মেডিক্যাল টেস্টের ল্যাব রিপোর্ট চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই রিপোর্ট দিতে পারেননি হিমাদ্রী কুমার আরি।
আরও পড়ুন: তৃণমূল সরকারের পুজায় অনুদানে সম্মতি হাইকোর্টের, মানতে হবে 6 নির্দেশ
বিচারপতি আরও নির্দেশে দেন, 2021 সালের 10 সেপ্টেম্বরের শংসাপত্র গ্রহণ করছে না আদালত। রঘুনাথ ঘোষের নতুন করে মেডিক্যাল টেস্ট করতে হবে।
বীরভূমের সিএমওএইচের নেতৃত্বে গঠিত হবে মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডই পরীক্ষা করবে। বীরভূমে সেই ব্যবস্থা না থাকলে কলকাতা মেডিক্যাল কলেজ বা এসএসকেএমে ওই পরীক্ষা করতে হবে। এবারের মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বোর্ড কোনওভাবে প্রভাবিত না হয়। সঠিক মেডিক্যাল সার্টিফিকেট না দেওয়ায় বীরভূমের হিমাদ্রী কুমার আরিকে 2000 টাকার জরিমানা করা হল। জরিমানার অর্থ তিনি ব্যক্তিগত খাত থেকে লিগ্যাল সার্ভিস অথরিটিকে দেবেন।